ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সংসদে সেতুমন্ত্রী

সরকারের ৭ বছর মেয়াদে দুই হাজার কিমি মহাসড়ক নির্মিত হয়েছে

প্রকাশিত: ০৮:৩৬, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

সরকারের ৭ বছর  মেয়াদে দুই হাজার কিমি মহাসড়ক নির্মিত হয়েছে

সংসদ রিপোর্টার ॥ বর্তমান সরকার গত সাত বছর মেয়াদে ১ হাজার ৭৮১ কিলোমিটার নতুন মহাসড়ক নির্মাণ করেছে। একই সময়ে ৬৫১টি সেতু ও ২ হাজার ৮১৫টি কালভার্ট নির্মাণ/পুনর্নির্মাণ করেছে। বর্তমান সরকার ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুসারে দেশের যোগাযোগ ব্যবস্থা নিরাপদ ও আন্তর্জাতিক মানে উন্নয়নের জন্য বহুমাত্রিক পরিকল্পনা গ্রহণ করেছে। সোমবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারী দলের সংসদ সদস্য মাহফুজুর রহমানের প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী জানান, সড়ক-মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে ২০ বছরের অধিক পুরাতন বাস-মিনিবাস ও ২৫ বছরের অধিক পুরনো পণ্যবাহী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ইজিবাইক, নসিমন, করিমন, ভটভটি ও ব্যাটারিচালিত যানবাহন/রিক্সা চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
×