ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার প্যান্টের হুক চেম্বারে স্বর্ণ পাচারের চেষ্টা

প্রকাশিত: ০৮:০৮, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

এবার প্যান্টের হুক চেম্বারে স্বর্ণ পাচারের চেষ্টা

স্টাফ রিপোর্টার ॥ এক কৌশল ধরা খেলে, আরেক কৌশল উদ্ভাবন করছে স্বর্ণ পাচারকারীরা। নিত্যনতুন সব অবিশ্বাস্য কৌশলে আনা হচ্ছে- স্বর্ণ। পায়ুপথের পর ওভেনের ভেতর আনা কয়েকটি চালান ধরা পড়ায় কৌশল পাল্টেছে চোরাকারবারিরা। এবারের কৌশল প্যান্টের হুক চেম্বার। এর ভেতর সোনা ঢুকিয়ে সেলাই করা হয়। তার ওপর বেল্ট লাগিয়ে প্যান্ট পরে মুহাম্মদ আদম আলীর (৪৫)। এমন কৌশলও কাজে লাগেনি। শুল্ক গোয়েন্দার গোপন তথ্যের কাছে সব হার মানে। আগাম তথ্যের ভিত্তিতে তাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকড়াও করা হয়। তার প্যান্টের বেল্ট থেকে সাড়ে তিন কেজি ওজনের ৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। সোমবার দুপুরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা আদম আলীর প্যান্টের বেল্টে লুকানো স্বর্ণের বারগুলো উদ্ধার করেন। এছাড়া একই দিন পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে ৯০০ গ্রাম ওজনের একটি স্বর্ণের প্যাকেট। স্ক্যানিং মেশিনের কাছে প্যাকেটটি ফেলে রেখেই এক যাত্রী দৌড়ে পালায় বলে জানা গেছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মঈনুল খান জানান, গ্রেফতার আদম আলী মাসকাট থেকে আসা বিজি-০২২ ফ্লাইটের ডোমেস্টিক যাত্রী হিসেবে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন।
×