ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাইক্রোওভেনের ট্রান্সফরমার থেকে স্বর্ণ উদ্ধার

প্রকাশিত: ০২:৪০, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

মাইক্রোওভেনের ট্রান্সফরমার থেকে স্বর্ণ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ শুল্ক গোয়েন্দা আজ শাহজালালে এক যাত্রীর আনা মাইক্রোওভেনের ট্রান্সফরমারে লুকায়িত প্রায় ৩.৫ কেজি স্বর্ণ উদ্ধার করেছে। ফেনীর ফুলগাজীর এই যাত্রীর নাম বেলাল হোসেন। তিনি ইউএস বাংলার একটি ফ্লাইটে সকাল ১০:৩০ টায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। শুল্ক গোয়েন্দা গোপন সংবাদের ভিত্তিতে উক্ত যাত্রীকে নজরদারিতে রাখে। কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রম করে চলে যাওয়ার সময় তাকে চ্যালেঞ্জ করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার গতিবিধিতে অস্বাভাবিকতা থাকায় শুল্ক গোয়েন্দার সন্দেহ আরো ঘণীভূত হয়। কিন্তু তিনি কোনোভাবেই স্বর্ণ থাকার কথা স্বীকার করছিলেন না। ব্যাপক জিজ্ঞাসবাদের এক পর্যায়ে তার সঙ্গে করে আনীত মাইক্রোওভেন খুলে ভিতরে অভিনব পদ্ধতিতে লুকানো ট্রান্সফরমার ভেঙ্গে ইংরেজী বর্ণ E আকৃতির ৬৫ টি সিলভার কালারের পাত পাওয়া যায়। এগুলো ঘষে স্বর্ণের অস্তিত্ব অনুমান করা হয়। পরবর্তিতে রাজমনি জুয়েলার্স, রাজলক্ষ্মী, উত্তরা এর প্রতিনিধি আনলে তিনি প্রাথমিকভাবে পরীক্ষা করে স্বর্ণের অস্তিত্ব নিশ্চিত করেন। আটক স্বর্ণ পারদ ও সিলভার দিয়ে প্রলেপ দেয়া ছিল। স্ক্যানিং মেশিনে স্বর্ণের অস্তিত্ব বুঝা যায়নি। পরে ট্রান্সফর্মার ভেঙ্গে স্বর্ণের পাতগুলো উদ্ধার করা হয়। আটক হওয়া স্বর্ণের মূল্য ১.৭০ লক্ষ টাকা। আটক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং আটক স্বর্ণের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মঈনুল খান।
×