ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘প্রাক্তন' ও 'সিনেমাওয়ালা' জিতে নিল সব পুরস্কার

প্রকাশিত: ১৮:৩১, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

‘প্রাক্তন' ও 'সিনেমাওয়ালা' জিতে নিল সব পুরস্কার

অনলাইন ডেস্ক॥ জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ইস্ট ২০১৭। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালিত 'সিনেমাওয়ালা' এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত 'প্রাক্তন' একের পর এক পুরস্কার জিতল বাংলা সিনেমাকে সম্মানীত করার অনন্য এই মঞ্চে। এ ছাড়াও বেশ কিছু সিনেমার নাম বার বার উচ্চারিত হয়েছে। সাহেব বিবি গোলাম, ঈগলের চোখ, চোলাই, শঙ্খচিল, ব্যোমকেশ পর্ব, ব্যোমকেশ ও চিড়িয়াখানা, ক্ষত'র মতো সিনেমা নমিনেশন পেয়েছে। যার মধ্যে সাহেব বিবি গোলাম ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। বুদাপেস্ট এ শুটিংয়ে ব্যস্ত থাকার দরুন তিনি পুরস্কার মঞ্চে উপস্থিত থাকতে পারেননি। সেরা সংলাপ এবং চিত্রনাট্যর পুরস্কার পেয়েছে যথাক্রমে সাহেব বিবি গোলাম ও চোলাই। সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা গল্পের জন্য পুরস্কার পেয়েছেন সিনেমাওয়ালা'র পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। প্রাক্তন ছবি থেকে একের পর এক পুরস্কার পেয়েছেন অনুপম রায়, অপরাজিতা আঢ্য, ইমন চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত। শঙ্খচিল ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জেতেন প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়। ক্রিটিকদের বিচারে সিনেমাওয়ালা ছবির জন্য সেরা অভিনেতা নির্বাচিত হন পরাণ বন্দ্যোপাধ্যায় এবং সেরা ছবির পুরস্কার পেয়েছে 'চোলাই'। গোটা অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন যিশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, জুন মালিয়া প্রমুখ। আর ছিল দেব, নুসরাত জাহান, অঙ্কুশ এর চোখধাঁধানো পারফর্মেন্স। এক নজরে বিজয়ীদের তালিকা : সেরা ছবি : সিনেমাওয়ালা সেরা পরিচালক : কৌশিক গাঙ্গুলি (সিনেমাওয়ালা) লিডিং রোলে সেরা অভিনেতা : প্রসেনজিত্‍‌ চট্টোপাধ্যায় (শঙ্খচিল) লিডিং রোলে সেরা অভিনেত্রী : স্বস্তিকা মুখার্জি (সাহেব বিবি গোলাম) সাপোর্টিং রোলে সেরা অভিনতা : অনির্বাণ ভট্টচার্য (ঈগলের চোখ), ঋত্বিক চক্রবর্তী (সাহেব বিবি গোলাম) সাপোর্টিং রোলে সেরা অভিনেত্রী : অপরাজিতা আঢ্য (প্রাক্তন) সেরা মিউজিক অ্যালবাম : অনুপম রায় ও অনিন্দ্য চট্টোপাধ্যায় (প্রাক্তন) সেরা গীতিকার : অনুপম রায় (তুমি যাকে ভালোবাসো, প্রাক্তন) সেরা প্লেব্যাক সিঙ্গার (পুরুষ) : নচিকেতা চক্রবর্তী (এক পুরনো মসজিদে (জুলফিকার) সেরা প্লেব্যাক সিঙ্গার (মহিলা) : ইমন চক্রবর্তী (তুমি যাকে ভালোবাসো, প্রাক্তন) ক্রিটিকদের বিচারে সেরা : অনুপম রায় (চোলাই) ক্রিটিকদের বিচারে সেরা অভিনেতা : পরাণ বন্দ্যোপাধ্যায় (সিনেমাওয়ালা) ক্রিটিকদের বিচারে সেরা অভিনেত্রী : ঋতুপর্ণা সেনগুপ্ত (প্রাক্তন)
×