ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ড ভাইবোনের স্বপ্ন শেষ ॥ পাঁচ ঘর ছাই

প্রকাশিত: ০৫:৫৬, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ড ভাইবোনের স্বপ্ন শেষ ॥ পাঁচ ঘর ছাই

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৫ ফেব্রুয়ারি ॥ চলতি এসএসসি পরীক্ষায় অংশ নেয়া ইসমাইল হোসেন ও দ্বাদশ শ্রেণীর ছাত্রী লুৎফা বেগমের বই খাতাসহ নিজের ব্যবহারের সবকিছু পুড়ে ছাই হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে। সারাক্ষণ চোখে জল অঝোর ধারায় ঝরছে। বাবা নৈমুদ্দিনের অভাবী সংসারে বেড়ে ওঠা ইসমাইল ও লুৎফার দু’চোখে ছিল বড় হওয়ার স্বপ্ন। কিন্তু বাড়িতে আগুনে নিমিশেই শেষ হয় দীর্ঘদিনের বোনা সেই সোনালী স্বপ্ন। চলতি এসএসসি পরীক্ষায় অংশ নেয়া ইসমাইল এখন অবশিষ্ট পরীক্ষা নিয়ে চিন্তিত। আর তার বোন লেখাপড়ার বইসহ অন্যান্য উপকরণ পুড়ে যাওয়ায় চোখে মুখে অন্ধকারের ছাপ লেগেছে। আর বাড়িঘর হারিয়ে তাদের পরিবার এখন দিশেহারা। হাড়ভাঙ্গা খাটুনিতে রোজগার করা সেই শেষ সম্বলটুকুও পুড়ে ছাই হয়। এখন খোলা আকাশের নিচে তারা। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ওই বাড়িতে কেউ ছিল না। ঘরে তালা ঝুলিয়ে গেছে নদীর পারে ধান চাষের শ্রম দিতে। খবর শোনার পর বাড়িতে এসে দেখে সব শেষ। শুধুই আগুনে পোড়া গন্ধ। তাদের মতোই প্রতিবেশী জসিম ও আমিনুল। জসিমের পরিবারের সদস্যরাও বাড়িতে ছিল না। তবে আমিনুলের বাড়িতে দু’জন সদস্য ছিল বলে জানান প্রতিবেশী গোলাপী বেগম। রাঙ্গামাটিতে সড়ক বিভাগের জমি ফের বেদখল নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২৫ ফেব্রুয়ারি ॥ সড়ক বিভাগের জায়গা নিয়ে চলছে হরিলুট। দেখার কেউ নেই। কর্মচারীদের একটি অংশ দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে এখানে চাকরি করার সুবাদে অনেকেই এই হরিলুটের সঙ্গে জড়িয়ে পড়েছে। যার ফলে দীর্ঘদিন ধরে সড়ক বিভাগের শত কোটি টাকার ভূমি দখলদারদের হাতে চলে যায়। গত বছরের ২৮ র্মাচ মন্ত্রীর নির্দেশে শহরের ভেদভেদীতে নির্বাহী প্রকৌশলীর বাসভবনের এলাকায় তাদের হুকুম দখল করা জমি থেকে সড়ক বিভাগের নির্বাহী ম্যাজিট্রেট ৬১টি অবৈধ ঘর উচ্ছেদ করেছে। সড়ক বিভাগের অবহেলার কারণে পুনরায় ওই স্থানে তাদের কিছু লোকের সহায়তায় নতুন করে ঘর তৈরি হয়ে যায়। যার ফলে আবার সড়ক বিভাগের শতকোটি টাকার ভূমি বেদখল হয়ে যায়। এই বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোছলে উদ্দিন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি জানান, চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি দখলদাররা সড়ক বিভাগের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে স্থগিতাদেশ নেয়। তিনি সদ্য এসে সড়ক বিভাগের ভূমি উদ্ধারের জন্য জেলা প্রশাসককে পত্র দিয়েছেন বলে জানান। সড়ক বিভাগের কাঁটাতারের বেড়া ভেঙ্গে অবৈধ দখলদারেরা রাতারাতি ঘর তৈরি করলেও কর্মকর্তা কর্মচারীরা কোন পদক্ষেপ নেয়নি । ফলে সড়ক বিভাগের অধিকাংশ জমি বেদখল হয়ে গেছে বলে এলাকাবাসীর অভিযোগ। এই বিভাগে কাজ কম হলেও নিয়মিত লোকবল রয়েছে ৫৩ জন ও কার্যভিত্তিক কর্মচারী ১০১ জন। এত বিশাল জনবল থাকার পর সড়ক বিভাগের শত কোটি টাকার জমি বেদখল হওয়ায় জনমনে প্রশ্ন সৃষ্টি হয়েছে।
×