নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২২ ফেব্রুয়ারি ॥ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জাতীয় সংসদ উপনির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বুধবার দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়ে।
ঘোষিত তফসীল মোতাবেক বুধবার সহকারী রিটার্নিং অফিসার ও গাইবান্ধা জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। গাইবান্ধা-১ আসনের সংসদ উপনির্বাচনের রিটানিং অফিসার ও রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন, সহকারী রিটার্নিং অফিসার, জেলা নির্বাচন অফিসার আব্দুল্যাহ্-আল-মোতাহ্সিম ও সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আব্দুল মালেক মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন। এতে মনোনয়নপত্র দাখিল করা ৯ প্রার্থীর মধ্যে সঠিক কাগজপত্র না থাকায় স্বতন্ত্র প্রার্থী বীরপ্রতীক আব্দুল মজিদ মিয়া এবং ঋণ খেলাপি ও মামলার দায়ে স্বতন্ত্র প্রার্থী নওশের আলীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। পাশাপাশি অপর ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আগামী ১ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২২ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।