ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভারত থেকে ফিরেছে কোস্টগার্ড জাহাজ ‘তাজউদ্দিন’

প্রকাশিত: ০৫:৩৮, ২০ ফেব্রুয়ারি ২০১৭

ভারত থেকে ফিরেছে কোস্টগার্ড জাহাজ ‘তাজউদ্দিন’

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ভারতে শুভেচ্ছা সফর শেষে দেশে ফিরে এসেছে বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ ‘সিজিএস তাজউদ্দিন।’ রবিবার দুপুরে জাহাজটি চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা এলাকার কোস্টগার্ড জেটিতে আগমন করে। কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম জাহাজটিকে স্বাগত জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন পূর্ব জোনের অধিনায়ক কমান্ডার এসএম মঈন উদ্দিন। উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি কোস্টগার্ড জাহাড সিজিএস তাজউদ্দিন ভারতীয় কোস্টগার্ডের ৪০তম বর্ষপূর্তি উপলক্ষে শুভেচ্ছা সফরে চট্টগ্রাম ত্যাগ করে। ভারতের গোয়াতে অনুষ্ঠিত ‘রিজিওনাল কো-অপারেশন ফর সেফ এ্যান্ড সিকিউর সীজ’ এক্সারসাইজে অংশগ্রহণ করে বাংলাদেশ কোস্টগার্ডের এ জাহাজ। সেখানে দুই দেশের কোস্টগার্ডের মধ্যে বিভিন্ন অপারেশনাল কর্মকা-ের সম্মিলিত প্রশিক্ষণ হয়। এছাড়াও জাহাজের কর্মকর্তা ও নাবিকবৃন্দ ভারতের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। এ সফর বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ড তথা দু’দেশের সার্বিক পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা করছে নৌবাহিনী। জাল নোটসহ আটক ২ স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে দুই লাখ টাকা মূল্যমানের জাল নোটসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১ সদস্যরা। আটককৃতরা হলো- বরিশালের মেহেন্দীগঞ্জ এলাকার দড়িচর খাজুরিয়া এলাকার কাঞ্চন আলীর ছেলে মোঃ হুমায়ুন কবির (৩৬) এবং তার সহযোগী ভোলার লালমোহন থানার ফুলবাগিচা এলাকার সিদ্দিক মিয়ার মেয়ে সালমা বেগম।
×