ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে কৃষক হত্যায় একজনের মৃত্যুদ- ॥ অপরজনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৫:৩৭, ২০ ফেব্রুয়ারি ২০১৭

কিশোরগঞ্জে কৃষক হত্যায় একজনের মৃত্যুদ- ॥ অপরজনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি ॥ জেলার নিকলী উপজেলায় কৃষক আব্দুল আজিজ হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদ- এবং অপরজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। এছাড়া মৃত্যুদ-প্রাপ্ত আসামিকে ৫ হাজার টাকা জরিমানা এবং যাবজ্জীবন দ-প্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদ-াদেশ দেয়া হয়েছে। রবিবার বিকেলে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহমান উপরোক্ত রায় দেন। মৃত্যুদ-প্রাপ্ত আসামি চানফর ভূঁইয়া নিকলী উপজেলার দামপাড়া গ্রামের শাহাব ভূঁইয়ার ছেলে। আর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শাহীন ভূঁইয়া একই এলাকার শামসুদ্দিন ভূঁইয়ার ছেলে। অপরদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন শিশুসহ মামলার অপর ১৪ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। উল্লেখ্য, ২০০৮ সালের ১৯ এপ্রিল শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে জেলার হাওড় অধ্যুষিত নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের উত্তর নওয়াবহাটি গ্রামের কৃষক আব্দুল আজিজ ওরফে জুলুকে পিটিয়ে ও বল্লমের আঘাতে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।
×