ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মিতু হত্যা

বাবুলের সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৫:২৪, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

বাবুলের সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের বিরদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ অথবা হত্যাকা-ে সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, হত্যাকা-ের ঘটনায় বাবুল আক্তারের সম্পৃক্ত থাকার কোন সুনির্দিষ্ট প্রমাণ অথবা সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। কেউ আইনের ঊর্ধ্বে নয়, আইন সবার জন্যই সমান। অপরাধী যেই হোক না কেন অপরাধ করলে কাউকেই ছাড় দেয়া হবে না। রাজধানীর তেজগাঁও আদর্শ স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ-২০১৭ অনুষ্ঠান শেষে শনিবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেছেন। আসাদুজ্জামান খান বলেছেন, অপহরণ ও হত্যায় যারাই জড়িত থাকুক না কেন তারাও আইনের ঊর্ধ্বে নয়। অপরাধীকে শাস্তি পেতেই হবে। সম্পৃক্ততা পেলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে দেশপ্রেম ও কর্তব্য পালনে অনেকেই দেশের জন্য জীবনও দিচ্ছেন। এ সময় পদ্মা সেতুর দুর্নীতির ঘটনায় যারা ষড়যন্ত্র করেছেন তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তেজগাঁও আদর্শ স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের পরিচালক প্রফেসর ড. এসএম ওয়াহিদুজ্জামান, আলহাজ মোঃ সফিউল্লাহ সফি ও অন্যরা।
×