ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অপর্ণার ভুবন মাঝি

প্রকাশিত: ০৫:২১, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

অপর্ণার ভুবন মাঝি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল অপর্ণা ঘোষ। মঞ্চ নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করেন। পরবর্তীকালে তবুও ভালবাসি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ছোটপর্দায় অভিনয় শুরু করেন। এবং মোস্তফা সরোয়ার ফারুকীর পরিচালিত থার্ড পারসন সিঙ্গুলার নম্বর চলচ্চিত্রের মাধ্যমে তার বড়পর্দায় অভিষেক ঘটে। এছাড়াও বিভিন্ন টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন অপর্ণা। তিনি ২০০৬ সালে, লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা পাঁচের একজন নির্বাচিত হন। চলচ্চিত্রে অভিনয় করেই ২০১৩ সালে মৃত্তিকা মায়া চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন দর্শকনন্দিত অভিনেত্রী অপর্ণা ঘোষ। যে কারণে ছোটপর্দায় কাজের পাশাপাশি চলচ্চিত্রে কাজ করতেও বেশ আগ্রহী তিনি। প্রত্যেক শিল্পীই তার ভাল কাজের স্বীকৃতি চান। আর সেটা যদি রাষ্ট্রের পক্ষ থেকে হয় তাহলে সেই স্বীকৃতি পাওয়াটা শিল্পীর জন্য হয় অনেক গর্বের। গাজী রাকায়েত পরিচালিত ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রে অভিনয়ের জন্যই অপর্ণা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। এটি ছিল সরকারী অনুদানের চলচ্চিত্র। এর আগে এবং পরে তার অভিনীত আরও দুটি সরকারী অনুদানের চলচ্চিত্র মুক্তি পায়। একটি জাহিদুর রহিম অঞ্জনের ‘মেঘমল্লার’ এবং অন্যটি প্রসূন রহমানের ‘সুতপার ঠিকানা’। খ- নাটক, ধারাবাহিক, টেলিছবিতে নিয়মিত অভিনয় করছেন অপর্ণা। নাটকের পাশাপাশি ‘সুতপার ঠিকানা’ ছবিতে অভিনয় করে দারুণ দৃষ্টি কেড়েছেন সমালোচক অঙ্গনের। সে ধারাবাহিকতায় নতুন ছবিতে আরও বড় চমক নিয়ে রুপালিপর্দায় হাজির হচ্ছেন তিনি। মার্চেই মুক্তি পাবে তার অনবদ্য অভিনয়ের ছবি ‘ভুবন মাঝি’। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশেই প্রচুর ছবি তৈরি হয়েছে। যেখানে মুক্তিযুদ্ধের ইতিহাসকে পরিচালক নিজের মতো করে তুলে নিয়ে এসেছেন দর্শকের কাছে। এবার সেই তালিকায় নাম লিখিয়ে ফেললেন বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক ফাখরুল আরেফিন। তৈরি করলেন ‘ভুবন মাঝি’। আর বাংলাদেশের এই ছবিতে দেখা যাবে ভারতীয় চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি একাধারে একজন সফল অভিনেতা এবং পরিচালক। বাংলা টেলিফিল্ম ও চলচ্চিত্র, উভয় স্থানেই তিনি আপন প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি হলেন- ওপার বাংলার জনপ্রিয় টলিউড তারকা পরমব্রত চট্টোপাধ্যায়। পরমব্রতের বিপরীতে এই ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অর্পণা ঘোষ। এ ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, মাজনুন মিজান ও কাজী নওশাবা। ছবিটি তৈরি হয়েছে বাংলাদেশের সরকারের অনুদানেই। এখন শুধু মুক্তির অপেক্ষায় অপর্ণার ‘ভুবন মাঝি’। সরকারী অনুদানে মুক্তিযুদ্ধভিত্তিক সত্য গল্পনির্ভর চলচ্চিত্র ‘ভুবন মাঝি’ নির্মিত হয়েছে কুষ্টিয়ার এক বাউলের জীবন কাহিনী নিয়ে। সম্প্রতি ইউটিউবে প্রকাশ হয়েছে মুক্তিযুদ্ধের সত্য গল্পনির্ভর চলচ্চিত্র ‘ভুবন মাঝির দ্বিতীয় ট্রেলার। তাই চলচ্চিত্রটি এখন মুক্তির মিছিলে। ১৯৭০ সাল থেকে ২০১৩ সালের কিছু সত্য ঘটনার ওপর ভিত্তি করে ছবির গল্প সাজানো হয়েছে। বর্তমানে চলছে প্রচারণা। মাস কয়েক আগে প্রথম ট্রেইলার প্রকাশে প্রশংসা কুড়িয়েছিল ‘ভুবন মাঝি’। দ্বিতীয় ট্রেইলারও তাই হচ্ছে। গল্প, চিত্রায়ন মিলে নতুন কিছু উপহারের প্রতিশ্রুতি দিচ্ছে। সত্য ঘটনার উপর নির্মিত এই ছবিতে মুক্তিযুদ্ধ ছাড়াও উঠে এসেছে নিটল প্রেমের কথা। ছবির গল্পে মুক্তিযুদ্ধের আগের সময় থেকে ২০১৩ সাল অব্দি ৪৩ বছরের ঘটনার তুলনা ধরা হয়েছে। এখন শুধু চতুর্থ অনুদানের চলচ্চিত্র নিয়েই ভাবনা যত অপর্ণার। চলচ্চিত্র ‘ভুবন মাঝি’ সেন্সর কাট অতিক্রম করেছে। আসছে মার্চে মুক্তি পাবে ছবিটি। চলচ্চিত্রটিতে কাজ করা প্রসঙ্গে অপর্ণা বলেন, ভুবন মাঝিতে আমি ফরিদা নামক একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছি। সব মিলিয়ে ভুবন মাঝি অসাধারণ একটি চলচ্চিত্র হয়েছে এবং আমি খুব আশাবাদী চলচ্চিত্রটি নিয়ে। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের পাশাপাশি এখানে দর্শক একটি প্রেমের গল্পও দেখতে পাবেন। এ ছবিতে আমার চরিত্রের নাম ফরিদা। ১৯৭০ থেকে ২০১৩ সালের প্রেক্ষাপট নিয়ে ছবির গল্প। বর্তমানে এ ছবির ফলাফল দেখার অপেক্ষায় রয়েছি। ছবিতে আমার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত। বর্তমানে ছবির প্রচারণার কাজে ব্যস্ত রয়েছি। কিছুদিন আগে এ ছবির প্রচারণার অংশ হিসেবে দেশাত্মবোধক একটি গান রেকর্ড করা হয়। দ্বিজেন্দ্রলাল রায়ের ‘ধনধান্য পুষ্পভরা’ গানটিতে কণ্ঠ দেন শিমুল ইউসুফ, বাপ্পা মজুমদার, পার্থ বড়ুয়া, কোনাল, সাব্বির, সালমা ও বুশরা শাহরিয়ার। গানটির নতুন সঙ্গীতায়োজন করেছেন পার্থ বড়ুয়া। তাছাড়া দুই বাংলার জনপ্রিয় নায়ক পরমব্রত চট্টোপাধ্যায় নিজেও কণ্ঠ দিয়েছেন ভুবন মাঝির একটি গানে পরমের গাওয়া গানটি হলো ‘পদ্মা নদীর নৌকা ভিড়ল হুগিল নদীর তীরে’। গানটির কথা লিখেছেন আকাশ চক্রবর্তী। গানটির সুরও সঙ্গীতায়োজন করেছেন কালিকা প্রসাদ। চমৎকার দৃশ্যায়ন এবং বাস্তবতানির্ভর ছবিটিকে পর্দায় হাজির করতে ব্যস্ত সময় পার করছে ‘ভুবন মাঝি’ টিম। তাই সরকারী অনুদানের এ ছবিটি নিয়েও বেশ আশাবাদী অপর্ণা। এদিকে, ‘ভুবন মাঝি’ ছবির প্রচারণার অংশ হিসেবে করা দেশাত্মবোধক গানটি ২১ ফেব্রুয়ারি টেলিভিশন ও ইউটিউবে ভিডিও আকারে মুক্তি পাবে। এরই মধ্যে গত ডিসেম্বর থেকে ‘আমার পতাকা, আমার বাংলাদেশ’ শিরোনামে ভুবন মাঝি চলচ্চিত্রের ক্যাম্পেইন শুরু হয়েছে। ভালবাসা দিবসের নাটক প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমিরুল ইসলাম অরুনের নির্দেশনায় আনিসুর রহমান মিলনের বিপরীতে ‘নোনাজলে হঠাৎ দেখা’, রূপক বিন রউফেরর পরিচালনায় আফরান নিশোর বিপরীতে ‘রুপালি জোসনায়’। এছাড়া ইরফান সাজ্জাদের বিপরীতে খ- নাটক সাখাওয়াত শিবলী পরিচালিত ‘তুমি ছিলে আমার কাছে’র কাজ। এছাড়া অপর্ণা অভিনীত নতুন ধারাবাহিক হচ্ছে ‘সিনেমাটিক’। এটি নির্মাণ করছেন ইমরাউল রাফাত। অপর্ণা অভিনীত গোলাম সোহরাব দোদুল পরিচালিত ধারাবাহিক নাটক ‘সংসার’ এবং আর বি প্রীতম পরিচালিত ‘কমিউনিটি’ দুটি ভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হচ্ছে। অপর্ণা অভিনীত প্রথম চলচ্চিত্র মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত ‘থার্ড পারসন সিঙ্গুলার নম্বর’। ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘টু বি কন্টিনিউড’ পায়নি এখনও মুক্তি।
×