ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেক্সিকান নারী যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত

প্রকাশিত: ০৭:০১, ১১ ফেব্রুয়ারি ২০১৭

মেক্সিকান নারী যুক্তরাষ্ট্র থেকে   বিতাড়িত

যুক্তরাষ্ট্রে ২২ বছর ধরে বসবাস করা মেক্সিকোর এক নারীকে বিতাড়িত করা হয়েছে। অভিবাসন কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানানো হয়েছে। গুয়াদালুপে গার্সিকা দে রায়োস নামে ৩৬ বছর বয়সী ওই নারী মাত্র ১৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসেন। খবর বিবিসির। বুধবার ইমিগ্রেশন এ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কার্যালয়ে হাজিরা দিতে এলে গুয়াদালুপেকে আটক করা হয়। গুয়াদালুপের বিতাড়ন আটকাতে বুধবার রাতে অভিবাসন কার্যালয়ের সামনে বিক্ষোভের সময় সাতজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে দুই সন্তানের জননী গুয়াদালুপেকে এ্যারিজোনার নগালেস থেকে দক্ষিণের সীমান্ত দিয়ে বের করে দেয়া হয়। বিক্ষোভকারীরা তাকে বহনকারী গাড়ি আটকানোর চেষ্টা করলেও পুলিশের বাধার মুখে তাদের পিছু হটতে হয়। গুয়াদালুপের যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া ১৪ বছর বয়সী মেয়ে জ্যাকুলিন বলেন, দেখুন আমার মা ওই ভ্যানে, এটা ব্যাখ্যাতীত। এটা সত্যিই হৃদয়বিদারক। কারও কাছ থেকে তার মাকে দূরে সরিয়ে নিলে যে কষ্ট হয় অথবা দূরে যেতে বসা মায়ের স্যুটকেস গোছানোর যে কষ্ট, কাউকে যেন সেই যন্ত্রণার ভেতর দিয়ে যেতে না হয়। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ২০০৮ সালে গুয়াদালুপের কর্মস্থলে এক অভিযানে গ্রেফতার হন তিনি। ভুয়া কাগজপত্র তৈরির জন্য নিজের পরিচয় গোপন করার অভিযোগে দোষী সাব্যস্ত হন তিনি। কিন্তু প্রতি ছয় মাসে স্থানীয় আইসিই কর্মকর্তার সঙ্গে দেখা করার শর্তে তিনি এত দিন এ্যারিজোনায় বসবাস করছিলেন।
×