ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বায়ান্ন সালে সকল বাঙালীই ছিলেন ভাষা সৈনিক॥ মুহিত

প্রকাশিত: ০৮:০৩, ৮ ফেব্রুয়ারি ২০১৭

বায়ান্ন সালে সকল বাঙালীই ছিলেন ভাষা সৈনিক॥ মুহিত

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ বায়ান্ন সালের সকল বাঙালিই ছিলেন ভাষা সৈনিক। বায়ান্ন সালে বাঙালি যারা ছিলেন তারা সবাই নিজের মতো করে বাংলা ভাষার সপক্ষে কথা বলেছেন। মঙ্গলবার পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে ‘মহান ভাষা সৈনিক সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লেখক মাসুদ আহমেদ ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে দশজন ভাষা সৈনিককে সংবর্ধনা দেয়া হয়। বাংলা ভাষা সংস্কৃতি চর্চা কেন্দ্র এই সংবর্ধনা দেয়। সংবর্ধনা প্রাপ্ত ভাষা সৈনিকরা হলেন- আবুল মাল আবদুল মুহিত, মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, চৌধুরী মুজিবুর রহমান, ড. জসিম উদ্দিন আহমেদ, অধ্যাপক ডাঃ মির্জা মাজহারুল ইসলাম, কে আর কাজী ওবিই, রেজাউল করিম, লায়ন শামসুল হুদা, খাজা মহিউদ্দিন আহমেদ ও এ্যাডভোকেট সৈয়দ নুরুল আলম। অর্থমন্ত্রী বলেন, একুশে ফেব্রুয়ারি আমরা শহীদ দিবস হিসেবে পালন করি। কিন্তু দিনটি আমাদের জন্য শোকের দিন। এটি আমাদের গর্বের দিন।
×