ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৮ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা

প্রকাশিত: ০৫:৪১, ৮ ফেব্রুয়ারি ২০১৭

১৮ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা

বিশেষ প্রতিনিধি ॥ দেশের আট বিভাগের ১৮ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দলীয় একক প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। সোমবার রাতে গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় স্থানীয় সরকার/ উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ডের বৈঠকে এ তালিকা চূড়ান্ত করা হয়। একইসঙ্গে বৈঠকে সর্বসম্মতিক্রমে বরিশালের গলাচিপা পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান পদে আহসানুল হক তুহিনকে মনোনয়ন দেয়া হয়েছে। মঙ্গলবার আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্ততে এসব তথ্য জানানো হয়। রংপুর বিভাগে কুড়িগ্রাম সদর উপজেলায় চেয়ারম্যান পদে মোঃ আমান উদ্দিন আহম্মেদ, নীলফামারী জেলার জলঢাকায় ভাইস চেয়ারম্যান পদে মো. মশিউর রহমান বাবুকে মনোনয়ন দেয়া হয়েছে। রাজশাহী বিভাগে পাবনার সুজানগরে চেয়ারম্যান পদে মোঃ আব্দুল কাদের রোকন, ঈশ্বরদীতে ভাইস চেয়ারম্যান পদে মোছাম্মত মাহমুদা খাতুন ও নাটোরের বড়াইগ্রামে চেয়ারম্যান পদে মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী মনোনয়ন পেয়েছেন। খুলনা বিভাগে সাতক্ষীরার কলারোয়ায় ভাইস চেয়ারম্যান পদে মোঃ আরাফাত হোসেন ও বাগেরহাটের মোড়লগঞ্জে ভাইস-চেয়ারম্যান পদে ফাহিমা খানমকে মনোনয়ন দেয়া হয়েছে। বরিশাল বিভাগে চেয়ারম্যান পদে বানারীপাড়ায় মোঃ গোলাম ফারুক, গৌরনদীতে সৈয়দা মনিরুন নাহার মেরী, ঝালকাঠির কাঁঠালিয়ায় মোঃ গোলাম কিবরিয়া সিকদার ও পটুয়াখালীর রাঙ্গাবালীতে অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন মনোনয়ন পেয়েছেন। ঢাকা বিভাগে কিশোরগঞ্জ জেলার হোসেনপুরে চেয়ারমান পদে মোঃ জহিরুল ইসলামকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। সিলেটের ওসমানীনগরে চেয়ারম্যান পদে আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান পদে আখতারুজ্জামান চৌধুরী জগলু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুক্তা পারভীন মনোনয়ন পেয়েছেন। সুনামগঞ্জের জগন্নাথপুরে চেয়ারম্যান পদে মোঃ আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান পদে বিজন কুমার দে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাম্মত হাজেরা বারী মনোনয়ন পেয়েছেন। চট্টগ্রাম বিভাগে আদর্শ সদরে চেয়ারম্যান পদে মোঃ আমিনুল ইসলাম, চৌদ্দগ্রামে ভাইস চেয়ারম্যান পদে এ বি এম এ বাহার এবং সদর দক্ষিণে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহমুদা আক্তার মনোনয়ন পেয়েছেন। খাগড়াছড়ির গুঁইমারায় চেয়ারম্যান পদে মেমং মারমা, ভাইস চেয়ারম্যান পদে মোঃ নুরুন্নবী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ঝর্ণা ত্রিপুরা আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
×