ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আটক দুই

রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে স্বজনদের হাতাহাতি

প্রকাশিত: ০৫:৪১, ৮ ফেব্রুয়ারি ২০১৭

রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে স্বজনদের হাতাহাতি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মৃত রোগীর দুই স্বজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। আটককৃত রোগীর স্বজনরা হলেন, নগরীর রানীনগর এলাকার সাইদুর রহমানের ছেলে সিথিল (২৫) এবং আহমদ আলীর ছেলে আবু বকর (৩৭)। এদের মধ্যে আবু বকর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা। রামেক হাসপাতাল সূত্র জানায়, নগরীর সাধুর মোড়ের রানীনগর এলাকার চান সরদারের ছেলে শাহীন (৩৫) রামেক হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে মারা যান। রোগীর স্বজনদের দাবি দায়িত্বে অবহেলা এবং সুচিকিৎসা না হওয়ায় শাহীনের মৃত্যু হয়েছে। দায়িত্বে অবহেলার কথা নিয়ে ৭ নম্বর ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসক মাহাফুজুর রহমানের সঙ্গে নিহতের স্বজনদের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ওই ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে রানীনগর এলাকার সাইদুর রহমানের ছেলে সিথিল (২৫) এবং আহমদ আলীর ছেলে আবু বকরকে আটক করে থানায় নিয়ে যায়। নগরীর রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ বলেন, হাতাহাতির ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।
×