ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্ষতিগ্রস্ত কর্মীদের সহায়তা দেবে সিলিকন ভ্যালি

প্রকাশিত: ০৩:৪৩, ৩ ফেব্রুয়ারি ২০১৭

ক্ষতিগ্রস্ত কর্মীদের সহায়তা দেবে সিলিকন ভ্যালি

শরণার্থী প্রবেশে ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপের তীব্র সমালোচনা করে ক্ষতিগ্রস্ত কর্মীদের সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের টেক সিটি সিলিকন ভ্যালি। সিলিকন ভ্যালির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অধিকাংশ কর্মী যুক্তরাষ্ট্রের বাইরের হওয়ায় শরণার্থী প্রবেশের নিষেধাজ্ঞায় ক্ষয়ক্ষতি মোকাবেলায় অর্থ ব্যয়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে ট্রাম্পের এ নির্বাহী আদেশে চুপ রয়েছে যুক্তরাষ্ট্রের ব্যাংক এবং গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। যুক্তরাষ্ট্রের নাগরিক নয়, এমন কর্মীদের সহযোগিতার ক্ষেত্রে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে এ্যাপল, গুগল ও মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠান। -অর্থনৈতিক রিপোর্টার আর্জেন্টিনায় উবার বন্ধের নির্দেশ আর্জেন্টিনায় এ্যাপভিত্তকি ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবার-এর সেবা বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির রাজধানী বুয়েনেস আয়ারস-এর এক বিচারক। ২০১৬ সালের এপ্রিল মাসে দেশটির রাষ্ট্রপক্ষের আইনজীবী দেশ জুড়ে উবার-এর সেবা বন্ধ করা এবং স্থানীয় নির্বাহী কর্মকর্তাদের জেলে পাঠানোর আহ্বান জানান। সেবা বন্ধের ঘোষণা দেয়া হলেও প্রতিষ্ঠানের স্থানীয় নির্বাহীদের জেলে পাঠানোর আহ্বান নাকচ করে দেন বিচারক। সিএনএনকে উবার-এর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের এ্যাপ আগের মতোই সচল থাকছে। দেশব্যাপী জারি করা এই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে তারা আদালতে আপীল করবেন বলেও জানানো হয়।- অর্থনৈতিক রিপোর্টার
×