ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হায়েনার দল ফের ক্ষমতায় এলে স্বাস্থ্যসেবা ধ্বংস করে দেবে ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৪৮, ২ ফেব্রুয়ারি ২০১৭

হায়েনার দল ফের ক্ষমতায় এলে স্বাস্থ্যসেবা ধ্বংস করে দেবে ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সংবিধান অনুযায়ী ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে আবার নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। চিকিৎসকসহ সবার প্রতি এ আহ্বান জানিয়ে তিনি বলেন, হায়েনার দল আবার ক্ষমতায় এলে দেশের স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য খাত ধ্বংস করে দেবে। স্বাস্থ্যমন্ত্রী বুধবার দুপুরে খুলনায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে আইসিইউ এবং প্লাস্টিক সার্জারি বার্ন ইউনিট উদ্বোধন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের উন্নত চিকিৎসা সেবা দিতে ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর জননেত্রী শেখ হাসিনার সরকার শহীদ শেখ আবু নাসের হাসপাতালের নির্মাণ কাজ শুরু করে। কিন্তু ২০০১ সালে জামায়াত-বিএনপি ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর ভাইয়ের নামের কারণে এই হাসপাতালের নির্মাণ কাজ বন্ধ করে দেয়। বন্ধ করে দেয় দেশের কমিউনিটি ক্লিনিক। প্রতিহিংসার বশবতী হয়ে তারা এসব করেছিল। তিনি বলেন, বগুড়ায় জিয়াউর রহমানের নামে যে হাসপাতাল তারা করেছিল শেখ হাসিনার সরকার তা কিন্তু বন্ধ করেনি। হাসপাতালে চিকিৎসা নিতে দলমত নির্বিশেষে মানুষ আসে। আওয়ামী লীগের রাজনীতি জনগণের জন্য, জনগণের সেবা প্রদানের জন্য। স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের নির্মাণ কাজ সম্পন্ন করে হাসপাতালটি চালু করেছেন। অনতিবিলম্বে বিশেষায়িত হাসপাতালটি ইনস্টিটিউটে পরিণত করা হবে। শীঘ্রই এ হাসপাতালে ১৫টি ডায়ালাইসিস মেশিন দেয়া হচ্ছে। অন্যান্য মেশিনেরও ব্যবস্থা করা হবে। দ্রুত চিকিৎসক সঙ্কট দূর করা হবে। তিনি আরও বলেন, ডাক্তার ও রোগীদের সুরক্ষায় আইন করা হবে। তিনি রোগীর সঙ্গে একজন স্বজন রাখার পরামর্শ দেন এবং এ বিষয়ে স্থানীয় এমপিদের প্রতি তদারকির আহ্বান জানান। চিকিৎসক নেতাদের উদ্দেশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সব ডাক্তার, ডাক্তার নয়। এমনও ডাক্তার আছেন যারা মানুষকে জবাই করেন। মানুষের রক্ত চুষে নেন।’ ভুয়া ক্লিনিক ও হৃদয়হীন ডাক্তারদের কার্যক্রম বন্ধ করতে তিনি বিএমএ নেতাদের প্রতি আহ্বান জানান। শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ বিধান চন্দ্র গোস্বামী। বিশেষ অতিথির বক্তৃতা করেন শহীদ শেখ আবু নাসেরের জ্যেষ্ঠ পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি, বেগম মন্নুজান সুফিয়ান এমপি, তালুকদার আব্দুল খালেক এমপি, মিজানুর রহমান মিজান এমপি, পঞ্চানন বিশ্বাস এমপি, খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, বিএমএ খুলনার সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুস সামাদ। অন্যদের মধ্যে খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল) ডাঃ আবুল কাশেম সাইদুর রহমান ও শহীদ শেখ আবু নাসেরের কনিষ্ঠ পুত্র শেখ রুবেল উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে এতদিন ১২০ শয্যা চালু ছিল। আইসিইউতে ১০ শয্যা এবং বার্ন ইউনিটে ২০ শয্যা উদ্বোধন হওয়ার পর শয্যা সংখ্যা এখন ১৫২। এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী নাসিম খুলনা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে হাসপাতালের সিভিল সার্জন ডাঃ এএসএম আব্দুর রাজ্জাক হাসপাতালের বিভিন্ন সমস্যা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সিভিল সার্জনের অফিস ও বহুতল আর একটি হাসপাতাল ভবন নির্মাণের জন্য ৪০ কোটি টাকা বরাদ্দ দেয়ার ঘোষণা দেন। এছাড়া বিকেলে স্বাস্থ্যমন্ত্রী খুলনা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন। পরে মেডিক্যাল কলেজ অডিটরিয়ামে খুলনা বিভাগের সিভিল সার্জন এবং জেলার টিএইচও, বিএমএ, স্বাচিপসহ মেডিক্যাল কলেজের চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
×