ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মানুষের জান-মালের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ ॥ এরশাদ

প্রকাশিত: ০৫:৫৭, ৩১ জানুয়ারি ২০১৭

মানুষের জান-মালের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ ॥ এরশাদ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৩০ জানুয়ারি ॥ দেশের মানুষ জীবনের নিরাপত্তা চায়। শান্তিতে ঘুমাতে চায়। কে কখন খুন হবে এ আতঙ্কে দিন কাটছে দেশের মানুষের। সংসদ সদস্য লিটন হত্যা বড় দুঃখের বিষয়। একজন সংসদ সদস্য হত্যা এটাই প্রমাণ করে মানুষের জান-মালের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ। এ আসনের উপ-নির্বাচন থেকে জাতীয় পার্টির জয়-যাত্রা শুরু করতে চাই। আমার আমলে জেলা করেছি, উপজেলা করেছি, দেশের উন্নয়ন করেছি, মানুষ হত্যা করিনি। যার কারণে দেশবাসী আমাকে আজও ভোলেনি। জাপা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি আলহাজ হুসাইন মুহাম্মদ এরশাদ সোমবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ডঃ জেড আই চৌধুরী এগ্রিকালচার এ্যান্ড রিসার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। উপজেলা জাপার আয়োজনে সমাবেশে জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শুনীল শুভ রায়, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, মোফাজ্জল হোসেন মাস্টার, প্রেসিডিয়াম সদস্য গাইবান্ধা জেলা সভাপতি আব্দুর রশিদ সরকার, জাপা চেয়ারম্যানের আইন বিষয়ক উপদেষ্টা সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জেলা জাপার সাধারণ সম্পাদক রাগিব হাসান হাবুল, লালমনিরহাট জেলা সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মিঠু, রংপুর মহানগর সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, উপজেলা জাপার সহ-সভাপতি ও প্রধান শিক্ষক জহুরুল ইসলাম বাদশা, আকবার আলী, ইঞ্জিনিয়ার এটিএম মাহবুব আলম শাহীন, বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান নজমুল হুদা, জাপা নেতা আহসান হাবীব খোকন, একরামুল হক লাল মিয়া, রানা মিয়া প্রমুখ। জাপা চেয়ারম্যান এরশাদ আরও বলেন, এই সময়ে সরকারের উচিত জনগণের নিরাপত্তা দেয়া। এমপি লিটন হত্যার ঘটনায় কোন সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়, জনগণের কোন ক্ষতি না হয় সে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা দরকার।
×