ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পিএসএলে খেলবেন মাহমুদুল্লাহ

প্রকাশিত: ০৪:১৩, ৩০ জানুয়ারি ২০১৭

পিএসএলে খেলবেন মাহমুদুল্লাহ

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তান সুপার লীগে (পিএসএল) এর আগে বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান, ওপেনার তামিম ইকবাল ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহীম খেলেছেন। এবার এ লীগে যুক্ত হয়েছেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি পিএসএলের প্রথম আসরের রানার্সআপ দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন। টুর্নামেন্টের দ্বিতীয় আসরে অস্ট্রেলিয়ার ব্র্যাড হজের বদলি হিসেবে মাহমুদুল্লাহকে বেছে নিয়েছে দলটি। মাহমুদুল্লাহর দলের নেতৃত্ব দেবেন সরফরাজ আহমেদ। যিনি পাকিস্তান জাতীয় দলের উইকেটরক্ষক ও গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান। আহমেদ শেহজাদ, আসাদ শফিক, জুলফিকর বাবরদের সঙ্গে বিদেশী ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের কেভিন পিটারসেন, টাইমাল মিলস, দক্ষিণ আফ্রিকার রিলি রোশু, শ্রীলঙ্কার থিসারা পেরেরা ও নিউজিল্যান্ডের নাথান ম্যাককালামও আছেন। এবার পিএসএল শুরু হবে ৯ ফেব্রুয়ারি। এই তারিখে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। আর তাই শুরুতে সাকিব, তামিমের মতে মাহমুদুল্লাহরও পিএসএল খেলা হবে না। লীগ শেষ হবে ৫ মার্চ। পুরো লীগ সংযুক্ত আরব আমিরাতে হলেও ৫ মার্চ ফাইনাল ম্যাচটি হবে পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট শেষ হবে ১৩ ফেব্রুয়ারি। এরপর ৭ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে পূর্ণাঙ্গ সিরিজের মিশন শুরু করবে বাংলাদেশ। এর আগের সময়টুকু সাকিব, তামিম, মাহমুদুল্লাহ পিএসএলে খেলে কাজে লাগাতে পারেন। গত বছর পিএসএলের প্রথম আসরে সাকিব ও মুশফিক একই দলের হয়ে খেলেন। করাচী কিংসের হয়ে খেলেন। আর পেশোয়ার জালমিতে খেলেন তামিম। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরও করেন তামিম। ৬ ম্যাচে ২৬৭ রান করেন। মুস্তাফিজুর রহমান সুযোগ পেলেও ইনজুরির জন্য খেলতে পারেননি। এবার সাকিব ও তামিম দুইজনেই পেশোয়ার জালমির হয়ে খেলবেন। দলে ইংল্যান্ডের ইয়ন মরগান, ক্রিস জর্ডান, সামিত প্যাটেল, ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস, ড্যারেন সামি, শ্রীলঙ্কার তিলকারতেœ দিলশান, পাকিস্তানের শহীদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ, কামরান আকমল আছেন। এরমধ্যে শুরু থেকে বাংলাদেশের ক্রিকেটাররা পিএসএলে খেলতে পারবেন না। তাই দিলশানকে নিয়েছে পেশোয়ার জালমি। তবে দল যে শক্তিশালী দেখা যাচ্ছে, তাতে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গড়েছে দলটি। সেই তুলনায় মাহমুদুল্লাহর দলটি শক্তিশালী নয়। এরপরও প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বিদেশী কোন লীগে খেলার সুযোগ পাওয়াটাওতো কম বড় ব্যাপার নয়। মাহমুদুল্লাহ সেটিই পেয়েছেন। শনিবার রাতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স নিজেদের টুইটার এ্যাকাউন্টে মাহমুদুল্লাহকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে।
×