ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢামেকে মানবতাবিরোধী আসামির মৃত্যু

প্রকাশিত: ০১:০০, ২৫ জানুয়ারি ২০১৭

ঢামেকে মানবতাবিরোধী আসামির মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি এনায়েত উল্লাহ (৮০) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। বুধবার ভোর ৫টায় তার মৃত্যু হয়। তার বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার ফুলছড়া গ্রামে। তার বাবার নাম মৃত. মনতাজ আলী। ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী জাকারিয়া আলম তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, জানুয়ারির ৩ তারিখে বার্ধক্যজনিত কারণে কাশিমপুর কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এর আগে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়েরকৃত মামলার পলাতক আসামি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার এনায়েত উল্লাহ ওরফে মঞ্জুকে গত বছরের ২ অক্টোবর সন্ধ্যায় আটপাড়া পুলিশ গ্রেফতার করে। তিনি অপর মানবতাবিরোধী আর এক আসামি হেদায়েত উল্লাহ বিএসসির ভাই।
×