ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১৯ দিনেও এমপি লিটন হত্যার রহস্য উদঘাটন হয়নি ॥ আটক ৯২

প্রকাশিত: ০৪:০১, ১৯ জানুয়ারি ২০১৭

১৯ দিনেও এমপি লিটন হত্যার রহস্য উদঘাটন হয়নি ॥ আটক ৯২

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৮ জানুয়ারি ॥ সুন্দরগঞ্জ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকা-ের ১৯ দিনেও কোন রহস্য খুঁজে পায়নি পুলিশ। ইতোমধ্যে এই হত্যার সঙ্গে জড়িত সন্দেহে মোট বুধবার পর্যন্ত ৯২ জনকে আটক করা হয়। এর মধ্যে একজন স্বেচ্ছাসেবক লীগসহ ২০ জন জামায়াত-শিবিরের নেতাকর্মীকে এই হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিয়ার রহমান জানান, যেহেতু জামায়াত-শিবিরের সঙ্গে এমপি লিটনের দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ রয়েছে, সে কারণেই হত্যাকা-ের শুরু থেকেই ওই বিষয়টিকে প্রাধান্য দিয়ে সন্দেহভাজন ৯২ জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করা হয়। কিন্তু তাদের কাছ থেকে এই হত্যাকা- এবং হত্যাকারী সম্পর্কে উল্লেখযোগ্য কোন তথ্য উদঘাটন করা সম্ভব হয়নি। সে কারণেই পুলিশ জামায়াত-শিবিরের পাশাপাশি আওয়ামী লীগের লিটন বিরোধী গ্রুপসহ নব্য জেএমবি জঙ্গীবাদের পাশাপাশি আভ্যন্তরীণ কোন্দলের বিষয়টিকেও সমান প্রাধান্য দিয়েও হত্যার রহস্য উদঘাটন এবং প্রকৃত খুনীদের চিহ্নিত করতে নতুন করে ব্যাপক তৎপরতা শুরু করেছে। এদিকে মামলার বাদী ফাহমিদা বুলবুল মুঠোফোনে জানিয়েছেন, পুলিশ, র‌্যাব, পিবিআইসহ বিশেষায়িত বাহিনীর ব্যাপক তৎপরতা সত্ত্বেও এখনও লিটন হত্যা মামলার তদন্তের কোন অগ্রগতি না হওয়ায় তিনি এবং এমপি লিটনের পরিবার-পরিজন তারা চরম হতাশ হয়েছেন। লিটনের স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি জানান, লিটনের একমাত্র পুত্র সাকিব আদনান রাতিন ঢাকায় পরিবার-পরিজনের সঙ্গে থাকতেও এখন চরম নিরাপত্তাহীনতা বোধ করছে। এমনকি সুন্দরগঞ্জে আসতেও সে সাহসী হচ্ছে না। শুধু তাকেই নয়, এমপি লিটনের পরিবার-পরিজনকেও এখন জামায়াত-শিবিরের সহিংসতা ভীতি পেয়ে বসেছে বলে তিনি উল্লেখ করেন। সাতক্ষীরায় ছাত্রলীগ নেতা হত্যায় আটক তিন স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান ইমন হত্যার রহস্য এখনও উৎঘাটন করতে পারেনি পুলিশ। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে। ইমন হত্যার ঘটনায় তার চাচা আলম বাদী হয়ে মঙ্গলবার রাতে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, এ হত্যাকা-ের ঘটনায় মঙ্গলবার রাতে রনি নামের আরও একজনকে আটক করা হয়েছে। এর আগে মুরাদ ও ফরহাদ নামের দুজনকে আটক করা হয়। প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য চেষ্টা করা হচ্ছে দাবি করে তিনি বলেন, টাকা ভাগাভাগি বা লেনদেনের জের ধরেই এই হত্যা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় নিহতের চাচা আলম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছে। বুধবার বিকেলে আটক সকলকে আদালতে চালান দিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের আমতলা বিলের মৎস্য ঘের থেকে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান ইমনের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
×