ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাঈদকে সেলিম

হকাররা কি আপনার বাসায় খাবে?

প্রকাশিত: ০৫:৪৯, ১৫ জানুয়ারি ২০১৭

হকাররা কি আপনার বাসায় খাবে?

বিডিনিউজ ॥ পুনর্বাসন না করে দিনের বেলায় গুলিস্তান এলাকায় হকারদের বসতে না দেয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি)। জাতীয় প্রেসক্লাবের সামনে শনিবার সকালে হকারদের সমাবেশে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এই আহ্বান জানান। গুলিস্তান ও আশপাশের এলাকার সড়ক ও ফুটপাথে রবিবার থেকে কর্মদিবসগুলোতে সন্ধ্যা সাড়ে ৬টার আগে কোন হকার বসতে না দেয়ার সিদ্ধান্তের কথা গত বুধবার জানিয়েছিলেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। তবে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার ফুটপাথে বসতে পারবেন হকাররা। হকার সমাবেশে মেয়রের উদ্দেশে সিপিবি সভাপতি বলেন, “হকাররা সন্ধ্যার পর ফুটপাথে বসলে তাদের যে আয় হবে তা দিয়ে পরিবার-পরিজন নিয়ে একবেলা খাবার জুটবে না। বাকি দুই বেলা কী হকাররা আপনার বাসায় দাওয়াত খাবে এবং আসার সময় পরিবারের জন্য ব্যাগে করে খাবার নিয়ে আসবে?” পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ মেনে নেয়া হবে না বলে সতর্ক করে দিয়ে সেলিম বলেন, “আপনার এ সিদ্ধান্ত প্রত্যাহার করে আলাপ-আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান করুন।” বাংলাদেশ হকার্স ইউনিয়নের উদ্যোগে সমাবেশে সংগঠনের আহ্বায়ক আব্দুল হাশেম কবীর রবিবার ফুটপাথে বসতে না দিলে সিটি কর্পোরেশন ভবন ঘেরাওয়ের ঘোষণা দেন তিনি। “মেয়র তার সিদ্ধান্ত না বদলানো পর্যন্ত হকাররা সিটি করপোরেশনের সামনে অবস্থান করবে।” হকারদের পরিচয়পত্র দেয়ারও দাবি জানান তিনি। আব্দুল হাশেমের সভাপতিত্বে সেকেন্দার হায়াৎ, মুর্শিকুল ইসলাম শিমুল, হযরত আলী, সরদার বাবুল, জসিম উদ্দিন, দুলাল মিয়া, আনোয়ার হোসেন বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি মিছিল প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে প্রেসক্লাব ও পল্টন ঘুরে গুলিস্তানে গিয়ে শেষ হয়।
×