ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আরও এক ডজন জঙ্গী গোয়েন্দা নজরদারিতে

প্রকাশিত: ০৫:৩৮, ১৫ জানুয়ারি ২০১৭

আরও এক ডজন জঙ্গী গোয়েন্দা নজরদারিতে

শংকর কুমার দে ॥ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে পলাতক আরও অন্তত এক ডজন জঙ্গীকে আটকাতে গোয়েন্দা জাল ফেলা হয়েছে। এসব জঙ্গী হিজরতে বের হয়েছে। তারা সুইসাইড গ্রুপের সদস্য। পলাতক এসব জঙ্গীর খোঁজে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দারা। তবে শীর্ষ জঙ্গী বাশারুজ্জামান চকোলেটসহ উত্তরাঞ্চলের সুইসাইড গ্রুপের আরও বেশ কয়েকজন জঙ্গী গোয়েন্দা নজরদারিতে আছে বলা হচ্ছে। তারা সম্ভবত গ্রেফতার। গোয়েন্দা সংস্থার সূত্রে এ খবর জানা গেছে। গোয়েন্দা সংস্থার সূত্র জানান, চলতি জানুয়ারি মাসে রাজধানীর মোহাম্মদপুরে জঙ্গী নুরুল ইসলাম মারজান ও সাদ্দাম বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর এক সপ্তাহের ব্যবধানে শুক্রবার রাতে টাঙ্গাইল থেকে রাজীব গান্ধী ওরফে সুভাষ গান্ধীকে গ্রেফতারের ঘটনাটি জঙ্গীবিরোধী অভিযানে বড় ধরনের সফলতা বলে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি। জঙ্গীবিরোধী অভিযানের এই সাফল্যের ধারাবাহিকতায় আরও বেশ কয়েজন দুর্ধর্ষ ও ভয়ঙ্কর প্রকৃতির জঙ্গী গোয়েন্দা নজরদারিতে আছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি। প্রশ্ন উঠেছে, যারা গোয়েন্দা নজরদারিতে আছে তারা কি গ্রেফতার হয়ে হেফাজতে আছে? গোয়েন্দা সূত্র জানান, আইনশৃঙ্খলা বাহিনীর নীতিনির্ধারক মহল ও সর্বোচ্চ পর্যায় থেকে বার বার বলা হয়েছে গোয়েন্দা নজরদারিতে আছে নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সমন্বয়ক ও সামরিক কমান্ডার সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত সৈয়দ জিয়াউল হক জিয়া। কিন্তু মেজর জিয়ার অবস্থান সম্পর্কে এখনও কোন পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে না। অথচ মেজর জিয়াই এখন পলাতক শীর্ষ জঙ্গীদের অন্যতম যা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে মোস্ট ওয়ান্টেড।
×