ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মেগা বীচ কার্নিভাল

পাঁচ সাইক্লিস্টের ঢাকা থেকে কুয়াকাটা যাত্রা

প্রকাশিত: ০৪:০১, ১৩ জানুয়ারি ২০১৭

পাঁচ সাইক্লিস্টের ঢাকা থেকে কুয়াকাটা যাত্রা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১২ জানুয়ারি ॥ ১৪ থেকে ১৬ জানুয়ারি কুয়াকাটা সমুদ্র সৈকতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড প্রথমবাররে মতো আয়োজন করেছে ‘কুয়াকাটা মেগা বীচ কার্নিভাল’ ২০১৭। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননসহ আরও অনেক ভিআইপি নেতা এবং উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন। তিন দিনের এ উৎসবে বেজ ক্যাম্প বাংলাদেশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। বেজ ক্যাম্প বাংলাদেশের পক্ষ থেকে ‘কুয়াকাটা মেগা বীচ কার্নিভাল’-এর উদ্দেশে বৃহস্পতিবার ভোরে ঢাকার জিরো পয়েন্ট (শহীদ নূর হোসেন স্কয়ার) থেকে যাত্রা শুরু করেছে পাঁচ সাইক্লিস্ট। এ গ্রুপের নেতৃত্বে রয়েছেন শাহজালাল নোমান। অন্য সদস্যরা হলেন- জিয়াউল ইসলাম, আদনান হোসাইন, গোলাম রহমান ও মাহাদি হাসান। সাইক্লিস্টদের যাত্রাকালে তাদের হাতে ফেস্টিভাল ও বেজ ক্যাম্পের পতাকা তুলে দেন বেজ ক্যাম্প বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তামজিদ সিদ্দিকী স্পন্দন। ১৪ জানুয়ারি উৎসব উদ্বোধনের মুহূর্তে সাইক্লিস্টরা উৎসবস্থলে পৌঁছবেন বলে বেজ ক্যাম্প বাংলাদেশ সূত্র নিশ্চিত করেছে। কুয়াকাটা সমুদ্র সৈকতকে দেশী-বিদেশী পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে এবং কুয়াকাটা বীচ কার্নিভালের প্রচারের জন্য বেজ ক্যাম্পের সাইক্লিস্টরা বিভিন্ন জায়গায় অবস্থান করে স্থানীয় মানুষের সঙ্গে বাংলাদেশের এ্যাডভেঞ্চার ট্যুরিজম নিয়ে কথা বলবেন। বেজ ক্যাম্প বাংলাদেশের সহকারী পরিচালক সিরাজুল মুস্তাকিম জানান, বেজ ক্যাম্প বাংলাদেশ এ্যাডভেঞ্চার ট্যুরিজম নিয়ে কাজ করছে। বেজ ক্যাম্প বাংলাদেশ মেগা বীচ কার্নিভাল উৎসবে ৬টি ইভেন্ট প্রদর্শনের মাধ্যমে পর্যটকদের আনন্দ দেয়ার পাশাপাশি এ্যাডভেঞ্চার ট্যুরিজম বিষয়ে অবগত করাবে।
×