ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ০৫:৫০, ৮ জানুয়ারি ২০১৭

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৭ জানুয়ারি ॥ সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কুজিশহর গ্রামে ট্রেনে কাটা পড়ে সুনিল দাস (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুনিল দাস আটোয়ারী উপজেলার রাধানগর গ্রামের প্রয়াত ডাডুয়া দাসের ছেলে। প্রত্যক্ষদর্শীগণ জানান, মোবাইলে কথা বলতে বলতে ওই যুবক কুজিশহর এলাকায় রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি লোকাল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। জামালপুরে গরুচোরকে পিটিয়ে হত্যা নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৭ জানুয়ারি ॥ সদর উপজেলায় নবীন (৩০) নামের এক গরুচোরকে পিটিয়ে হত্যা করেছে ক্ষুব্ধ গ্রামবাসী। শুক্রবার রাত তিনটার দিকে ওই উপজেলার নাওভাঙার চরে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি শেরপুর জেলার দিগপাড়া গ্রামে। তার বাবার নাম হাতেম আলী খান। তার বিরুদ্ধে শেরপুর ও জামালপুর থানায় চুরি, ডাকাতি ও অস্ত্র মামলাসহ ৬টি মামলা রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত তিনটার দিকে জামালপুর সদর উপজেলার নাওভাঙা গ্রামে গরু চুরি করতে যান নবীন। গ্রামবাসীরা টের পেয়ে তাকে ধাওয়া করেন। গ্রামবাসীর ধাওয়া খেয়ে তিনি ব্রহ্মপুত্র নদে পড়ে যান। এ সময় গ্রামবাসীরা তাকে গণপিটুনি দিলে গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় গ্রামবাসীরা জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাতটার দিকে তিনি মারা যান। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। স্যার আশুতোষ কলেজের ৭৬ বছরে পদার্পণ চট্টগ্রাম অফিস/বোয়ালখালী সংবাদদাতা, ৭ জানুয়ারী ॥ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগো পাড়ায় প্রতিষ্ঠিত স্যার আশুতোষ কলেজ প্রতিষ্ঠার ৭৫ বছর পেরিয়ে ৭৬ বছরে পদার্পণ করেছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে আয়োজিত বিভিন্ন কর্মসূচীতে যোগ দিতে দলে দলে ছুটে আসেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের বড় একটি অংশ। তারুণ্যে দাপিয়ে বেড়ানো এক সময়কার শিক্ষার্থীরা কলেজের হীরকজয়ন্তী উদযাপনে ছুটে আসেন। অতীতের স্মৃতি ধারণ করে রাখার কারণেই অনেকের ছুটে আসা। আমতলীতে যুবকের রহস্যজনক মৃত্যু নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৭ জানুয়ারি ॥ আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের বাজারখালী গ্রামের ইদি আমিন (৩৮) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনা ঘটেছে শুক্রবার রাতে। জানা গেছে, উপজেলার বাজারখালী গ্রামের আবদুল রশিদ মৃধার ছেলে ইদি আমিন শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। শনিবার সকালে বাড়ি সংলগ্ন সাইক্লোন সেন্টারের দ্বিতীয় তালায় রেলিংয়ের সঙ্গে মাফলার দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে।
×