ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পয়েন্ট সমান হওয়ায় বারিধারার সঙ্গে রেলিগেশন এড়াতে দুই ম্যাচের প্লে অফ খেলবে ফেনী সকার

মুক্তিযোদ্ধাকে হারিয়ে টিকে রইল ফেনী সকারের আশা

প্রকাশিত: ০৫:৫৮, ১ জানুয়ারি ২০১৭

মুক্তিযোদ্ধাকে হারিয়ে টিকে রইল ফেনী সকারের আশা

স্পোর্টস রিপোর্টার ॥ পিঠ ঠেকে গেছে দেয়ালে। একেবারে খাদের কিনারায়। উপায় নেই, বাঁচতে হলে জিতবে হবে। জিততে হলে গোল করতে হবে। আর সেই কাজটিই দারুণভাবে করল ফেনী সকার ক্লাব। রেলিগেশনের দোরগোড়ায় দাঁড়িয়ে তারা বাঁচামরার ম্যাচে তুলে নিয়েছে দুর্দান্ত চমকপ্রদ জয়। ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলে শনিবারের খেলায় তারা ২-০ গোলে হারিয়েছে দুইবারের লীগ চ্যাম্পিয়ন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের এই প্রথম ম্যাচের প্রথমার্ধের স্কোরলাইন ছিল ০-০। মজার বিষয়- লীগের প্রথম লেগে মুক্তিযোদ্ধা ২-০ গোলে সকার ক্লাবকে হারিয়েছিল। শনিবারের এ জয়ে রেলিগেশন এড়ানোর শেষ সুযোগ সৃষ্টির পাশাপাশি মধুর প্রতিশোধও কড়ায়-গ-ায় নিয়ে নিল ফেনী সকার। নিজেদের ২২ ম্যাচে এটা ফেনী সকারের চতুর্থ জয়। ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আগের দ্বাদশ (১২ দলের মধ্যে) স্থানেই আছে তারা। পক্ষান্তরে সমান ম্যাচে এটা মুক্তিযোদ্ধার অষ্টম হার। ৩০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থান নিয়ে লীগ শেষ করল তারা। লীগের বাইলজ অনুযায়ী রেলিগেশনের স্থান নির্ধারণ করার ক্ষেত্রে নিচের দুটি দলের পয়েন্ট সমান হয়ে গেলে তাদের মধ্যে হোম এ্যান্ড এ্যাওয়ে ভিত্তিতে দুটি প্লে অফ ম্যাচ হবে। ৪৭ মিনিটে সতীর্থ মিডফিল্ডার মোজাম্মেল হোসেন নীরার নেয়া উঁচু ক্রস মুক্তির বক্সে পড়ে। অধিনায়ক-মিডফিল্ডার শাহরান হাওলাদার বক্সের ভেতরে বাঁ পায়ের তীব্র ও দর্শনীয় ভলিশটে গোল করে এগিয়ে দেন ফেনীকে (১-০)। চলতি লীগে এটা শাহরানের তৃতীয় গোল। ৮৯ মিনিটে নীরার কর্নার থেকে অসাধারণ হেডে লক্ষ্যভেদ করে ফেনীর বিজয় নিশ্চিত করেন ঘানাইয়ান ফরেয়ার্ড এনটিম টুয়াম ফ্রাঙ্ক (২-০)। লীগে এটা তার তৃতীয় গোল। এরপর পাঁচ মিনিটের অতিরিক্ত সময়ে মুক্তিযোদ্ধা আপ্রাণ চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি। রেফারি জালাল উদ্দিন খেলা শেষের বাঁশি বাজালে অনাবিল চিত্তসুখ নিয়ে মাঠ ছাড়ে লাডি বাবা লোলার শিষ্যরা।
×