ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘বার্ডম্যান অব চেন্নাই’

প্রকাশিত: ০৫:৪২, ৩১ ডিসেম্বর ২০১৬

‘বার্ডম্যান অব চেন্নাই’

প্রতিদিন অন্তত চার হাজার টিয়াপাখিকে খাইয়ে বার্ডম্যান উপাধি পেয়েছেন ভারতের এক ক্যামেরা মেকানিক। তার নাম শেখর। বয়স ৬২ বছর। চেন্নাইয়ের এই বাসিন্দাকে এখন ডাকা হচ্ছে ‘বার্ডম্যান অব চেন্নাই’ নামে। তিনি বলেন, ২০০৪ সালে ভারত মহাসাগরে সৃষ্ট সুনামির পর দুটি নীড়হারা টিয়াকে আশ্রয় দিয়েছিলাম। তারপর থেকে আস্তে আস্তে সংখ্যা বাড়ে। এখন আনুমানিক চার হাজার টিয়া সকাল হলেই চলে আসে শেখরের বাড়ির ছাদে। আর ভোর চারটা থেকে এসব বুনোটিয়ার জন্য বালতি বালতি ভাত রান্না করেন তিনি। এভাবে তার আয়ের ৪০ শতাংশ চলে যায় টিয়াদের পেটে। তবে এতে তার কোন আক্ষেপ নেই। শেখর বলেন, আমি ছোটবেলা থেকে পাখিদের খাওয়াতে ভালবাসতাম। এভাবে ২০০৪ সালে সুনামির পর দুটি বুনোটিয়া আমার বাসার ছাদে আসে। আমি খেতে দেই। তারপর আস্তে আস্তে ওই দুই টিয়া অপর টিয়াদের সঙ্গে করে আসতে থাকে। এভাবে এখন সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। তবে আমি খুশি। যতদিন আমার শরীরে শক্তি আছে আমি টিয়াদের খাওয়াব। কারণ আমি পাখি ভালবাসি। -মিডডে অবলম্বনে।
×