ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গণমাধ্যম সাহসের সঙ্গে দায়িত্ব পালন করছে ॥ ইকবাল সোবহান

প্রকাশিত: ০৫:৫৪, ৩০ ডিসেম্বর ২০১৬

গণমাধ্যম সাহসের সঙ্গে দায়িত্ব পালন করছে ॥ ইকবাল সোবহান

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, গণমাধ্যমের ভূমিকা ছাড়া গণতন্ত্র বিকশিত হতে পারে না। গণমাধ্যমের মূল স্রোতধারা সব সময় শান্তি, গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে কথা বলছে। সীমাবদ্ধতা সত্ত্বে গণমাধ্যম সাহসিকতার সঙ্গে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর অশুভ চক্র গণতন্ত্রের ওপর আঘাত করছে। কোন কোন গণমাধ্যম অশুভ চক্রের পক্ষে কথা বলছে। তিনি বৃহস্পতিবার বিকেলে খুলনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার ক্ষমতায় এসে মিডিয়াকে ব্যক্তি খাতে উন্মুক্ত করেছিলেন। এর ফলে মিডিয়া বিকশিত হয়েছে, ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। গণমাধ্যম আজ সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে। জঙ্গীবাদ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গণমাধ্যমও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন, সাংবাদিকতার নীতি-নৈতিকতা মেনে, গণতন্ত্রের, সত্যের, উন্নয়নের পক্ষে থেকে কাজ করতে পারলে আমরা সাংবাদিকতাকে অক্ষুন্ন রাখতে পারব। তিনি সকলকে অশুভ সাংবাদিকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিভাগীয় আভ্যন্তরীণ নৌপরিবহন মালিক সমিতির মহাসচিব ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম। সন্ধ্যায় তথ্য উপদেষ্টা খুলনা অফিসার্স ক্লাবে খুলনা জেলার পাঁচ গুণী ব্যক্তিকে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০১৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। পরে খুলনা প্রেসক্লাবের আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতায় পুর¯কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।
×