ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হামদর্দ ভার্সিটিতে সিন্ডিকেট সভা

প্রকাশিত: ০৫:৫৯, ২৮ ডিসেম্বর ২০১৬

হামদর্দ ভার্সিটিতে সিন্ডিকেট সভা

সোমবার হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সিন্ডিকেট বৈঠক অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আব্দুল মান্নানের সভাপতিত্বে উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের চীফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম ইউছুফ হারুন ভূঁইয়া, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য লে. জেনারেল আবু তৈয়ব জহুরুল আলম, ট্রেজারার রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, হামদর্দের সিনিয়র পরিচালক ড. রফিকুল ইসলাম, পরিচালক কাজী মনসুর-উল-হক, পরিচালক অর্থ ও হিসাব আনিসুল হক, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন লে: কর্নেল মাহবুবুল আলম চৌধুরী (অব), হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড. নাসিম আনজুম, শওকত আলী এবং রেজিস্ট্রার লুৎফর রহমান । -বিজ্ঞপ্তি প্রাইমএশিয়া ভার্সিটিতে বিদায় অনুষ্ঠান প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। এ বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ. কে. এম আশরাফুল হক। বিশেষ অতিথি হিসেবে স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর শেখ মোঃ হাসানুজ্জামান উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এম. এ. খালেক। -বিজ্ঞপ্তি ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বইমেলা আরও ১৫ দিন চলবে ইসলামিক ফাউন্ডেশনের সচিব ড. মোঃ আলফাজ হোসেন (যুগ্ম সচিব) বলেছেন, ইসলামের সুমহান আদর্শ ও সংস্কৃতি প্রচার ও প্রকাশে সকলকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সোমবার সকালে ঈদে মিলাদুন্নবী (সা) ১৪৩৮ হিজরী উদ্যাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মিলনায়তনে আয়োজিত পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইফা উপ-পরিচালক ড. হারুনুর রশীদ বলেন, আমরা ইসলামী সাংস্কৃতিক ঐতিহ্যগুলোকে সঠিকভাবে লালন করতে না পারলে অপসংস্কৃতি বিকাশ লাভ করবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইফা উপ-পরিচালক আনিসুর রহমান সরকার। সভাপতিত্ব করেন দীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মুহাম্মদ আবদুস সালাম। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামিক ফাউন্ডেশনের সচিব ড. মোঃ আলফাজ হোসেন। বইমেলা আরও ১৫ দিন চলবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। -বিজ্ঞপ্তি
×