ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেশের বিভিন্ন এলাকার ২১ সাব রেজিষ্ট্রারকে বদলি

প্রকাশিত: ০০:০৩, ২৬ ডিসেম্বর ২০১৬

দেশের বিভিন্ন এলাকার ২১ সাব রেজিষ্ট্রারকে বদলি

স্টাফ রিপোর্টার ॥ দেশের বিভিন্ন এলাকায় কর্মরত ২১ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করা হয়েছে। নিবন্ধন পরিদপ্তরের সুপারিশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে সোমবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। আদেশ মোতাবেক বদলিকৃত কর্মকর্তাগণকে আগামী ৮ জানুয়ারির মধ্যে তাঁদের বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে বিধি মোতাবেক বদলি/পুনঃবদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। বদলির আদেশপ্রাপ্ত কর্মকর্তাগণের মধ্যে মো. মহিউদ্দিনকে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে চাঁদপুরের কচুয়া; মো. আমির হামজাকে চাঁদপুরের কচুয়া থেকে ফেণীর দাগনভূঞা ; পারভীন আক্তারকে ফেণীর দাগনভূঞা থেকে কুমিল্লার বুড়িচং ; এম.ডি হাবিবুর রহমানকে যশোরের মনিরামপুর থেকে হবিগঞ্জ সদর; নুর মোহাম্মদ শাহকে কিশোরগঞ্জের তারাইল থেকে কুষ্টিয়া সদর ; আশরাফুল ইসলামকে ঢাকার ডেমরা থেকে কুমিল্লার গৌরীপুর ; আফছানা বেগমকে পাবনার সাথিয়া(বদলীর আদেশপ্রাপ্ত) থেকে ঢাকার ডেমরা ; মো. আব্দুল হাফিজকে ঝিনাইদহ সদর থেকে যশোহরের শার্শা ; মো. রবিউল ইসলামকে সাতক্ষীরার শ্যামনগর থেকে পাবনার সাথিয়া ; মৃতুঞ্জয়ী শিকারীকে সিলেটের বালাগঞ্জ থেকে পিরোজপুরের মঠবাড়িয়া ; সর্মিলা আহমেদ শম্পাকে ফরিদপুরের মধুখালী থেকে মাদারীপুরের রাজৈর ; মো. মনিরুজ্জামানকে টাংগাইলের ধনবাড়ী থেকে রাজবাড়ীর পাংশা ; খালেদ মো. বিন আসাদকে টাংগাইলের সখিপুর থেকে সিলেটের বিশ্বনাথ ; মো. আব্দুল হককে সিলেটের বিশ্বনাথ থেকে নোয়াখালীর বসুরহাট ; স্বদেশ চন্দ্র চন্দকে নোয়াখালীর বসুরহাট থেকে বি-বাড়িয়ার বাঞ্চারামপুর ; মো. শাহিদুর রহমানকে ঝিনাইদহের মহেশপুর থেকে সাতক্ষীরার কলারোয়া ; মো. মিজানুর রহমানকে রংপুরের বদরগঞ্জ থেকে রংপুর সদর ; মো. আমজাদ হোসেনকে রংপুর সদর থেকে দিনাজপুরের চিরিরবন্দর ; মির্জা মো. মোর্তুজা রেজাকে রাজশাহী সদর থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ; সাইফুল ইসলামকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে চুয়াডাঙ্গা সদর এবং আব্দুর রবকে চুয়াডাঙ্গা সদর থেকে যশোরের মনিরামপুরে বদলি করা হয়েছে।
×