ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাসিক নির্বাচন প্রমান করেছে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব: ফজলে রাব্বি মিয়া

প্রকাশিত: ০০:১৩, ২৫ ডিসেম্বর ২০১৬

নাসিক নির্বাচন প্রমান করেছে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব: ফজলে রাব্বি মিয়া

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, এমপি বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে প্রমান হয়েছে দলীয় সরকারের অধীনে কিভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব। আমরা মাহামান্য রাষ্ট্রপতির উদ্যোগের শুভ কামনা করি। তিনি আজ রবিবার দুপুরে মাগুরা শহরের নোমানী ময়দানে জাতীয় সংসদের বিরোধী দলীয় পার্লামেন্টারী বোর্ডের সাবেক সচিব, মাগুরা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, মক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট আছাদুজ্জামান এমপির ২৩ তম মৃত্যু বার্ষিকীর স্মরণসভায় এ কথা বলেন। মাগুরা জেলা আওয়ামীলীগ এ স্মরণসভার আয়োজন করে। জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন মরহুম আছাদুজ্জামানের বড় মেয়ে কামরুল লায়লা জলি এমপি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, মরহুমের পুত্র বড় ছেলে জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাড. শফিকুজ্জামান বাচ্চু, অপর পুত্র প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক পিপি অ্যাডভোকেট কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আদ্দুল ফাত্তাহ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক গোলাম মওলা, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বাবুল ফকির জেলা ছাত্রলীগ সভাতি শেখ রেজাউল ইসলাম, সাধারন সম্পাদক মেহেদী হাসান রুবেল প্রমুখ। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া মরহুম আছাদুজ্জামানের জীবনী সম্বলিত বইয়ের মোড়ক উন্মোচন করেন। পরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্মরণ সভার আগে ডেপুটি স্পিকারসহ দলীয় নেতা-কর্মীরা পৌর গোরস্থানে মরহুমের কবর জিয়ারত করেন।
×