ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সাজ্জাদ-মৌসুমীর ‘স্পর্শ কিংবা অনুভূতি’

প্রকাশিত: ০৪:১৩, ২৫ ডিসেম্বর ২০১৬

সাজ্জাদ-মৌসুমীর ‘স্পর্শ কিংবা অনুভূতি’

স্টাফ রিপোর্টার ॥ সৈয়দ ইকবালের রচনা ও জুয়েল মাহমুদের পরিচালনায় সম্প্রতি নির্মিত হয়েছে নাটক ‘স্পর্শ কিংবা অনুভূতি’। মাসুদ আল জাবেরের চিত্রনাট্যে নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেনÑ ইরফান সাজ্জাদ, মৌসুমী হামিদ, বিজলী আহমেদ প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, তিন বছর প্রেমের পর বিয়ে করে তন্ময় এবং শায়না। বিয়ের পরপরই স্কলারশিপ নিয়ে বিদেশে চলে যেতে হয় শায়নাকে। এরপর চার বছর পর শায়না দেশে ফিরে আসছে। আর এ দিনটি উদযাপনের জন্য তন্ময়ের নানা আয়োজন। শায়নার প্রতিটি স্পর্শ তন্ময়কে ঘিরে রাখে। অনুভব করে অতীতের সেই হারিয়ে যাওয়া দিনগুলো। অপেক্ষার পালা শেষ হয়ে আসে সেই কাক্সিক্ষত মুহূর্ত। শায়নাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে যায় তন্ময়। এরপর থেকেই ঘটতে থাকে একের পর এক নতুন ঘটনা। নাটকটি প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, সৈয়দ ইকবালের অন্য অনেক গল্প থেকে এ নাটকের গল্পটি একেবারেই আলাদা। গল্পটির চরিত্রে অভিনয় করতে গিয়ে প্রতিটি দৃশ্য আমি অনুভব করেছি। পরিচালক জুয়েল মাহমুদ আশা করেন, নাটকটির গল্প, নির্মাণ এবং শিল্পীদের অসাধারণ অভিনয়ে দর্শকরা অন্যরকম কিছু অনুভব করবেন। শীঘ্রই একটি বেসরকারী টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে।
×