ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২১ ফেব্রুয়ারি পালনের প্রস্তুতি সভা

প্রকাশিত: ০৪:২৯, ২৩ ডিসেম্বর ২০১৬

২১ ফেব্রুয়ারি পালনের প্রস্তুতি সভা

বিশেষ প্রতিনিধি ॥ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৭ যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শহীদ দিবস পালনের প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালা সেমিনার হলে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়কে তাদের দায়িত্ব বুঝিয়ে দেয়াসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে দিবসটি পালনের বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়। কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশে নিরাপত্তা জোরদার এবং দিবসটি সুষ্ঠুভাবে পালনে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বেশ কয়েকটি মন্ত্রণালয়, অধিদফতর, বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় এসব বিষয়ে মতামত ব্যক্ত করেন বাংলা একাডেমির সচিব আনোয়ার হোসেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী প্রমুখ। ডাঃ হাবিবে মিল্লাত রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত ৩১ ডিসেম্বর এজিএম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ৪৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে (বিএমআরসি) অনুষ্ঠিত হবে। এতে সোসাইটির ম্যানেজিং বোর্ডের ভাইস চেয়ারম্যান, ট্রেজারার ও ১২ সদস্য পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের লক্ষ্যে বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হিসেবে বর্তমান ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ মোঃ হাবিবে মিল্লাত এমপিকে নির্বাচন কমিশন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় তিন বছরের জন্য (২০১৭-১৯) সোসাইটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করে। উল্লেখ্য, হাবিবে মিল্লাত, ২০০৯-এ ম্যানেজিং বোর্ডের সদস্য হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে সম্পৃক্ত হন। তিনি আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশনের (আইএফআরসি) উদ্যোগে ‘দুর্যোগ মোকাবিলায় শত কোটি মানুষের জোট ক্যাম্পেইন’-এর গ্লোবাল স্টিয়ারিং কমিটির একজন সদস্য। -বিজ্ঞপ্তি
×