ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

১৯৪ কাউন্সিলর প্রার্থী

প্রকাশিত: ০৬:০১, ২১ ডিসেম্বর ২০১৬

১৯৪ কাউন্সিলর প্রার্থী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নির্বাচনে সাত মেয়র প্রার্থীসহ ২০১ কাউন্সিল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এদের মধ্যে ১৯৪ জন সাধারণ ও সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনে লড়াই করছে। এর মধ্যে ২৭টি সাধারণ কাউন্সিলর ওয়ার্ডে ১৬৫ জন ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৮ নারী কাউন্সিলর প্রার্থী মাঠে রয়েছেন। ১ নম্বর ওয়ার্ড ॥ সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া, পাইনাদী পূর্বপাড়া, মধ্যপাড়া, নতুনমহল্লা, মজিববাগ ও মিজমিজি পূর্বপাড়া এলাকা নিয়ে ১ নম্বর ওয়ার্ড। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৪৮৫। এ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর সংখ্যা ৮ জন। এরা হলেনÑ ওমর ফারুক (ঝুড়ি), আব্দুর রহিম (মিষ্টিকুমড়া) কামাল হোসেন খন্দকার, (টিফির ক্যারিয়ার), জাহিদুল ইসলাম, (ট্রাক্টর), রওশন আলী, (ব্যাটমিন্টন), সিরাজুল ইসলাম (ঘুড়ি), হাজী আনোয়ার ইসলাম (ঠেলাগাড়ি), হাজী ইউনুছ মিয়া (লাটিম)। এদের মধ্যে সিরাজুল ইসলাম, আবদুর রহিম ও ওমর ফারুকের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। ২ নম্বর ওয়ার্ড ॥ মিজমিজি পশ্চিমপাড়া, মিজমিজি দক্ষিণপাড়া, কান্দাপাড়া, মাইঝপাড়া, সাহেবপাড়া ও মৌচাক এলাকা নিয়ে ২ নম্বর ওয়ার্ড। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৭ হাজার ৭১১। এ ওয়ার্ডে ৯ কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন ইকবাল হোসেন (লাটিম), আঃ হেকিম (ঘুড়ি), ইকবাল হোসেন (ব্যাটমিন্টন), ইসমাইল (ট্রাক্টর), মাসুম রানা (ঝুড়ি), সোহরাব হোসেন (মিষ্টিকুমড়া), সেলিনা ইসলাম বিউটি (ঠেলাগাড়ি), হাজী আঃ রহিম মিয়া (টিফির ক্যারিয়ার), হাজী সুমন কাজী (রেডিও)। এদের মধ্যে সেলিনা ইসলাম বিউটি, আঃ রহিম মিয়া ও ইকবাল হোসেনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। ৩ নম্বর ওয়ার্ড ॥ সানারপাড়, লন্ডনমার্কেট, আদর্শনগর, নুরনগর, বাঘমারা, নিমাইকাশারী, মুক্তিনগর ও রসুলবাগ এলাকা নিয়ে ৩ নম্বর ওয়ার্ড। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২০ হাজর ৮৯৬। এ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর সংখ্যা ৩। এরা হলেন ওয়ার্ডে তোফায়েল হোসেন (ঘুড়ি), আলমগীর (লাটিম), শাহজালাল বাদল (ঠেলাগাড়ি)। এদের মধ্যে তোফায়েল হোসেন ও শাহ জালাল বাদলের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। ৪ নম্বর ওয়ার্ড ॥ সিদ্ধিরগঞ্জের উত্তর আজিবপুর, আঁটি, ওয়াপদা কলোনি ও শিমরাইল এলাকা নিয়ে ৪ নম্বর ওয়ার্ড। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৭৬৬। এ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর সংখ্যা ৬। এরা হলেন- আরিফুল হক হাসান (লাটিম), এ আর রাসেল (টিফির ক্যারিয়ার), নজরুল ইসলাম (ঘুড়ি), ফয়সাল নেওয়াজ রানা (ঠেলাগাড়ি), লোকমান হোসেন (ট্রাক্টর), সুমন মাহমুদ (ব্যাটমিন্টন র‌্যাকেট)। এদের মধ্যে নজরুল ইসলাম, আরিফুল হাসান ও ফয়সাল নেওয়াজ রানার মূল প্রতিদ্বন্দ্বিত হবে। ৫ নম্বর ওয়ার্ড ॥ সিদ্ধিরগঞ্জের আজিবপুর দক্ষিণ, কলাবাগ পূর্ব, কলাবাগ পশ্চিম ও সিদ্ধিরগঞ্জ বিদ্যুত কেন্দ্র্রে নিয়ে ৫ নম্বর ওয়ার্ড। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ২০৫। এ ওয়ার্ডে ৭ কাউন্সিলর প্রার্থী। এরা হলেন গোলাম মুহাম্মদ সাদরিল (ব্যাটমিন্টন রেকেট), মোঃ আনিসুর রহমান (ঠেলাগাড়ি), ইমন (লাটিম), ইসমাইল হোসেন (টিফিন ক্যারিয়ার), জাহাঙ্গীর আলম (ঝুড়ি), নজরুল ইসলাম (ঘুড়ি), হাজী শফিকুল ইসলাম বাবুল (করাত)। এ ওয়ার্ডে হাজী শফিকুল ইসলাম বাবুল, গোলাম মুহাম্মদ সাদরিল ও মোঃ আনিসুর রহমানের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। ৬ নম্বর ওয়ার্ড ॥ সুমিলপাড়া, আইলপাড়া দক্ষিণ, আইলপাড়া উত্তর, চর সুমিলাড়া, আবেদ, সাবেদ, শওকত মার্কেট, সোনামিয়া মার্কেট, বাগপাড়া, ম-লপাড়া এলাকা নিয়ে ৬নং ওয়ার্ড। এ ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা ১৫ হাজার ৭৮৮। এ ওয়ার্ডে ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এরা হলেন সিরাজুল ইসলাম (ঘুড়ি), মতিউর রহমান (ঠেলাগাড়ি) ও আল মামুনুর রশিদ (লাটিম)। এদের মধ্যে সিরাজুল ইসলাম ম-ল ও মতিউর রহমানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। ৭ নম্বর ওয়ার্ড ॥ কদমতলী উত্তর, কদমতলী দক্ষিণ ও নয়াপাড়া নিয়ে ৭নং ওয়ার্ড। এ ওয়ার্ড ১৪ হাজার ৪শ’ ৩৬ জন ভোটার। এ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ৯ জন। এরা হলেন জাহানারা হাকিম (ঘুড়ি), তানভীর কবির (ব্যাটমিন্টন রেকেট), আতিকুর রহমান ভুট্ট (ট্রাক্টর), আলাউদ্দিন ভুঁইয়া (করাত), আলী হোসেন আলা (ঠেলাগাড়ি), জীবন খান (টিফিন ক্যারিয়ার), মিজানুর রহমান (রেডিও), রফিকুল ইসলাম বাবু (লাটিম), হুমায়ুন কবির (মিষ্টি কমুড়া)। এদের মধ্যে আলী হোসেন আলা, হুমায়ুন কবির ও মিজানুর রহমানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। ৮ নম্বর ওয়ার্ড ॥ সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা, বাড়িপাড়া, ভূঁইয়াপাড়া, আরামবাগ, তাতখানা, সৈয়দপাড়া, আইলপাড়া ও এনায়েতনগর নিয়ে ৮ নম্বর ওয়ার্ড। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৭৫৪। এ প্রার্থীরা কাউন্সিলর প্রার্থীর সংখ্যা ৯ জন। এরা হলেন উজ্জ্বল হোসেন (ঠেলাগাড়ি), দেলোয়ার হোসেন খোকন (করাত), মহসিন ভুঁইয়া (ঘুড়ি), শওকত হোসেন (লাটিম), সাগর প্রধান (ব্যাটমিন্টন রেকেট), সোহেল রানা (ঝুড়ি), গাজী সেলিম (টেফিন ক্যারিয়ার), রুহুল আমিন (মিষ্টিকুমড়া), সালাউদ্দিন আহমেদ (ট্রাক্টর)। এদের মধ্যে রুহুল আমিন, মহসিন ভূঁইয়া ও উজ্জ্বল হোসেনের (ঠেলাগাড়ি) প্রতিদ্বন্দ্বিতা হবে। ৯ নম্বর ওয়ার্ড ॥ জালকুড়ি পশ্চিমপাড়া, পূর্ব জালকুড়ি, জালকুড়ি এলাকা নিয়ে ৯ নম্বর ওয়ার্ড। এ ওয়ার্ডে মোট ভোটার ১৬ হাজার ৩৫৫। এ ওয়ার্ডে ১১ প্রার্থী। এরা হলেন- ইস্রাফিল প্রধান (মিষ্টিকুমড়া), আমিনুল ইসলাম আপ্তাব (ঝুড়ি), জামাল উদ্দিন রুমি (এয়ার কন্ডিশন), বিল্লাল হোসেন (রেডিও), রোকশত আলী (ট্রাক্টর), শাহ জালাল (টিফিন ক্যারিয়ার), সামছুল আলম বাচ্চু (ঠেলাগাড়ি), সিরাজুল ইসলাম (ব্যাটমিন্টন), সুজন আলী (লাটিম), সেলিম প্রধান (ঘুড়ি), মহিউদ্দিন সিকার (করাত)। এদের মধ্যে ইস্রাফিল প্রধান, মহিউদ্দিন সিকদার ও সামছুল আলম বাচ্চুর প্রতিদ্বন্দ্বিতা হবে। ১০নং ওয়ার্ড ॥ উত্তর গোদনাইল, দক্ষিণ গোদনাইল, লক্ষ্মীনারায়ণ এলাকা নিয়ে ১০নং ওয়ার্ড। এ ওয়ার্ডে মোট ভোটার ১২ হাজাজার ৬০১। এ ওয়ার্ডে ১০ প্রার্থী। এরা হলেন- ইফতেখার আলম খোকন (ব্যাটমিন্টন র‌্যাকেট), কামরুল হুদা (রেডিও), কাজী নাজমুল ইসলাম (লাটিম), খাজা মামুন (মিষ্টিকুমড়া), মহিউদ্দিন ভুইয়া (ঘুড়ি), মোহর আলী (ট্রাক্টর), মোহাম্মদ লিয়াকত আলী (ঠেলাগাড়ি), সালাউদ্দিন (টিফির ক্যারিয়ার), সিরাজ খান (ঝুড়ি), হাবিব তৌহিদ মোহাম্মদ (এয়ার কন্ডিশনার)। এদের মধ্যে হাবিব তৌফিক মোহাম্মদ ও মোহর আলীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। ১১ নম্বর ওয়ার্ড ॥ কিলারপুল, খানপুর ও তল্লা এলাকা নিয়ে ১১ নম্বর ওয়ার্ড। মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৬৮২। এ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর সংখ্যা ৩। এরা হলেন- অহিদুল ইসলাম (ঠেলাগাড়ী), ওমর খৈয়াম চঞ্চল (লাটিম) ও জমশের আলী ঝন্টু (ঘুড়ি)। এদের মধ্যে জমশের আলী ঝুন্টু ও অহিদুল ইসলামের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। ১২ নম্বর ওয়ার্ড ॥ খানপুরের একাংশ, ডন চেম্বার, চাষাঢ়া, মিশনপাড়া এলাকা নিয়ে ১২ নম্বর ওয়ার্ড। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ২৪ হাজার ৯৮৬। এ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর সংখ্যা ৩। এরা হলেনÑ জিল্লুর রহমান চঞ্চল (ব্যাডমিন্টন), নাঈম হোসেন (ঝুড়ি) ও শওকত হাসেম শকু ( ঘুড়ি)। এদের মধ্যে শওকত হাসেম শকু ও নাঈম হোসেনের প্রতিদ্বন্দ্বিতা হবে। ১৩ নম্বর ওয়ার্ড ॥ আমলাপাড়া, গলাচিপা কলেজ রোড, জামতলা, মাজদাইর এলাকা নিয়ে ১৩ নম্বর ওয়ার্ড। মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৯০৩। এ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর সংখ্যা ৫। এরা হলেন ফরিদ উদ্দিন আহাম্মদ রিপন (রেডিও), মাকসুদুল আলম খন্দকার খোরশেদ (ঠেলাগাড়ী), রবিউল হোসেন (লাটিম), সাখাওয়াত হোসেন সুমন (ঘুড়ি), শাহ ফয়েজ উল্লাহ ফয়েজ (ব্যাডমিন্টন)। এদের মধ্যে মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও রবিউল হোসেনের প্রতিদ্বন্দ্বিতা হবে। ১৪ নম্বর ওয়ার্ড ॥ ইন্দিপাড়া, টানবাজার, উকিলপাড়া, পশ্চিম দেওভোগ এলাকা নিয়ে ১৪ নম্বর ওয়ার্ড। ভোটার সংখ্যা ২২ হাজার ৬২৭। এ ওয়ার্ডে ৪ প্রার্থী। এরা হলেন- মনিরুজ্জামান মনির (ঘুড়ি), শওকত হোসেন (রেডিও), শফি উদ্দিন প্রধান (ঠেলাগাড়ি), শিশির কুমার চক্রবর্তী (লাটিম)। এদের মধ্যে মনিরুজ্জামান মনির ও শফি উদ্দিন প্রধানর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে। ১৫ নম্বর ওয়ার্ড ॥ সনাতন পাল লেন, পালপাড়া, নয়ামাটি, র‌্যালি বাগান এলাকা নিয়ে ১৫ নম্বর ওয়ার্ড। মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৮৩। ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। এরা হলেন অসিত বরণ বিশ্বাস (ঘুড়ি), আজহার হোসেন (ঠেলাগাড়ি), আল মামুন খান (ব্যাডমিন্টন), জি এম আরমান (লাটিম), মিলন কুমার দাস (ঝুড়ি), আনোয়ার হোসেন ভূইয়া (রেডিও)। এ ওয়ার্ডে অসিত বরণ বিশ্বাস ও আজহার হোসেনের মধ্যে লড়াই হবে। ১৬ নম্বর ওয়ার্ড ॥ বাবুরাইল, দেওভোগ, পাক্কা রোড এলাকা নিয়ে ১৬ নম্বর ওয়ার্ড। ভোটার সংখ্যা ২৪ হাজার ৬৯। এ ওয়ার্ডে ৭ প্রার্থী রয়েছেন। ওবায়েদ উল্লাহ (লাটিম), মোঃ আকরাম (ঝুড়ি), আলামিন প্রধান (ঠেলাগাড়ি), নাজমুল আলম (ব্যাডমিন্টন), রিয়াদ হাসান (ঘুড়ি), সাইদুল ইসলাম (টিফিন ক্যারিয়ার), সৈয়দ ওমর খালেদ এপন (রেডিও)। এ ওয়ার্ডে ওবায়েদ উল্লাহর সঙ্গে ও নাজমুল আলমের প্রতিদ্বন্দ্বিতা হবে। ১৭ নম্বর ওয়ার্ড ॥ পাইকপাড়া ও নয়াপাড়া এলাকা নিয়ে ১৭ নম্বর ওয়ার্ড। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ১৫ হাজার ৭৪৫। প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন। এরা হলেন- মিনহাজুল কাদির (ঠেলাগাড়ি), আব্দুল করিম (ঘুড়ি)। ১৮ নম্বর ওয়ার্ড ॥ শীতলক্ষ্যা, মাছুয়া বাজার, নিতাইগঞ্জ ও নলুয়া এলাকা নিয়ে ১৮ নম্বর ওয়ার্ড। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ২১ হাজার ৫১৭। এখানে প্রার্থী রয়েছেন ৪ জন। এরা হলেন- এস এম নিজাম উদ্দিন (টিফিন ক্যারিয়ার), কামরুল হাসান মুন্না (ঘুড়ি), মকছুদুর রহমান (রেডিও), কবির হোসাইন (ঠেলাগাড়ি)। এদের মধ্যে কামরুল হাসান মুন্না ও কবির হোসাইনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। ১৯ নম্বর ওয়ার্ড ॥ মদনগঞ্জ ও লক্ষ্যার চর এলাকা নিয়ে ১৯ নম্বর ওয়ার্ড। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৮ হাজার ৯৪৬। এ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মোট ৩ প্রার্থী রয়েছেন। এরা হলেন ফয়সাল আহাম্মেদ সাগর (করাত), মাসুদ-উর-রহমান (ঘুড়ি) মোখলেছ চৌধুরী। (লাটিম)। এদের মধ্যে ফয়সার আহাম্মেদ সাগর ও মোখলেছ চৌধুরীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। ২০ নম্বর ওয়ার্ড ॥ মাহমুদনগর ও সোনাকান্দা এলাকা নিয়ে ২০ নম্বর ওয়ার্ড। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ১২ হাজার ৫০৮। এ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মোট ৭ প্রার্থী রয়েছেন। এরা হলেন হোসেন (ঝুড়ি), হাজী আওলাদ হোসেন (করাত), সোহেল করিম রিপন (রেডিও), জাহাঙ্গীর হোসেন (ব্যাডমিন্টন), হাছান মাসুম মিয়া (ঘুড়ি), শাহেন শাহ (ঠেলাগাড়ি) ও গোলাম নবী মুরাদ (লাটিম)। এদের মধ্যে মোঃ হোসেন ও গোলাম নবী মুরাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে। ২১ নম্বর ওয়ার্ড ॥ চৌধুরীপাড়া, বাবুপাড়া ও নোয়াদ্দা এলাকা নিয়ে ২১ নম্বর ওয়ার্ড। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ১৪ হাজার ৫৯৯ জন। এ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মোট ৭ প্রার্থী রয়েছেন। এরা হলেন হান্নান সরকার (রেডিও), নূর মোঃ পনেছ (কাটাচামচ), খোরশেদ আলম (টিফিন ক্যারিয়ার), আলী আজহার তৌফিক (ঘুড়ি), আব্দুর রশিদ কন্ট্রাকটর (মিষ্টিকুমড়া), নূর হোসেন (ফুলের ঝুড়ি), ফকিরউল্লাহ (ঠেলাগাড়ি) ও কাজী রেজওয়ানুল হক মামুন (লাটিম)। এদের মধ্যে হান্নান সরকার ও নূর মোঃ পনেছের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। ২২ নম্বর ওয়ার্ড ॥ রাজবাড়ী, উইলসন রোড ও র‌্যালি আবাসিক এলাকা নিয়ে ২২ নম্বর ওয়ার্ড। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ২০ হাজার ৫৭৯। এ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মোট ৫ প্রার্থী রয়েছেন। এরা হলেন শাহ আলম (এয়ারকন্ডিশনার), নূর মোহাম্মদ (টিফিন ক্যারিয়ার), কাজী শহীদ আহাম্মদ (ঠেলাগাড়ি), সুলতান আহম্মেদ ভূইয়া (লাটিম) ও আজাহারুল ইসলাম ভূইয়া (ঘুড়ি)। এদের মধ্যে শাহ আলম ও সুলতান আহম্মেদের প্রতিদ্বন্দ্বিতা হবে। ২৩ নম্বর ওয়ার্ড ॥ নবীগঞ্জ, একরামপুর ও ইস্পাহানি এলাকা নিয়ে ২৩ নম্বর ওয়ার্ড। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ১৯ হাজার ৭৬১। এ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মোট ৬ প্রার্থী রয়েছেন। এরা হলো- হান্নান (ট্রাক্টর), আবুল কাউসার আশা (ঝুড়ি), সাইফুদ্দিন আহম্মেদ দুলাল (লাটিম), জসিমউদ্দিন ভূইয়া (করাত), নুরুল ইসলাম (ঘুড়ি) ও রাহাত মিয়া (ঠেলাগাড়ি)। এদের মধ্যে আবুল কাউসার আশা ও সাইফুদ্দিন আহম্মেদ দুলালের প্রতিদ্বন্দ্বিতা হবে। ২৪ নম্বর ওয়ার্ড ॥ চৌরাপাড়া, দেউলি, নবীগঞ্জের একাংশ, কাইতাখালি ও আমিরাবাদ এলাকা নিয়ে ২৪ নম্বর ওয়ার্ড। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ১৩ হাজার ৩৬১। এ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মোট ৭ প্রার্থী রয়েছেন। এরা হলেন- আনোয়ারুল আলম রিপন (করাত), শাহনেওয়াজ আসাদ (এয়ারকন্ডিশনার), শাহীন ইসলাম (ব্যাডমিন্টন), হাজী মোঃ আলী (রেডিও), আশিক আহম্মেদ (ঠেলাগাড়ি), আফজাল হোসেন (ঘুড়ি), শাহানাল মিয়া (টিফিন ক্যারিয়ার), আব্দুস সাত্তার (লাটিম) ও ফয়সাল আহম্মেদ (ঝুড়ি)। এদের মধ্যে আফজাল হোসেন ও শাহনেওয়াজ আসাদের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। ২৫ নম্বর ওয়ার্ড ॥ উত্তর লক্ষণখোলা ও দক্ষিণ লক্ষণখোলা এলাকা নিয়ে ২৫ নম্বর ওয়ার্ড। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৯ হাজার ৩২১। এ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মোট ৩ প্রার্থী রয়েছেন। এরা হলেন মোশারফ হোসেন (ঘুড়ি), সাইদুর রহমান লিটন (ব্যাডমিন্টন) ও এনায়েত হোসেন (ঠেলাগাড়ি)। এদের মধ্যে সাইদুর রহমান লিটন ও এনায়েত হোসেনের প্রতিদ্বন্দ্বিতা হবে। ২৬ নম্বর ওয়ার্ড ॥ ঢাকেশ্বরী ও রামনগর এলাকা নিয়ে ২৬ নম্বর ওয়ার্ড। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৫ হাজার ২। এ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মোট ২ প্রার্থী রয়েছেন। এরা হলেন সামছুজ্জোহা ও মোজাম্মেল হক। ২৭ নম্বর ওয়ার্ড ॥ মদনপুর, মুরাদপুর, কুড়িপাড়া ও পশ্চিম ফুলহর এলাকা নিয়ে ২৭ নম্বর ওয়ার্ড। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৯ হাজার ২৪৫। এ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মোট ৪ প্রার্থী রয়েছেন। এরা হলেন কামরুজ্জামান বাবুল (ঠেলাগাড়ি), সিরাজুল ইসলাম (ঘুড়ি), আলমগীর মিয়া ও ইমরান চৌধুরী। এদের মধ্যে কামরুজ্জামান বাবুল ও সিরাজুল ইসলামের প্রতিদ্বন্দ্বিতা হবে।
×