ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এলজি আইটি একাডেমি

প্রকাশিত: ০৬:৪৭, ১২ ডিসেম্বর ২০১৬

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এলজি আইটি একাডেমি

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রযুক্তি শিক্ষা নিশ্চিত এবং তাদের যোগ্য বিশ্বনাগরিক হিসেবে গড়ে তুলতে যাত্রা শুরু করেছে এলজি আইটি একাডেমি। এ একাডেমি শিশুদের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতের পাশাপাশি জ্ঞান-বিজ্ঞানের অন্য বিষয়গুলোও শেখার সুযোগ করে দিবে। রাজধানীর রায়েরবাজারে জাগো স্কুলে এই এলজি আইটি একাডেমি নির্মাণ করেছে এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন। রবিবার ফিতা কেটে একাডেমির উদ্বোধন করেন এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এ্যাডওয়ার্ড কিম এবং জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান করভি রাখসান্দ। গত জুলাই মাসে এই আইটি একাডেমি নির্মাণে এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। একাডেমিতে ২০টি কম্পিউটার, ইন্টারনেট সংযোগ ও প্রজেক্টরসহ নানা সুবিধা রয়েছে। এটি ব্যবহারের সুযোগ পাবে জাগো স্কুলের শিক্ষার্থীরা। -অর্থনৈতিক রিপোর্টার
×