ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দীপালোকের গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ০৩:৪২, ১ ডিসেম্বর ২০১৬

দীপালোকের গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সংস্কৃতি ডেস্ক ॥ ‘সত্যই সুন্দর। ন্যায়ই ধর্ম। আর সুন্দর হচ্ছে পবিত্রতার প্রতীক’ সেøাগানে ২০০৮ সালে যাত্রা শুরু করে ‘দীপালোক’। প্রতিষ্ঠানটির ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে সম্প্রতি রাজধানীর গুলশান অল কমিউনিটি ক্লাব মিলনায়তনে ‘নতুন প্রজন্মকে জানাতে হবে মুক্তিযুদ্ধের ইতিহাস’ শীর্ষক আলোচনাসভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর্জা আজম এমপি। অনুষ্ঠানের উদ্বোধন করেন সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ-’৭১-এর মহাসচিব লেখক ও সাংবাদিক হারুন হাবীব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরিফিন সিদ্দিক, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য সমর চন্দ্র পাল, ক্যামব্রিয়ান এ্যাডুকেশন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন এম কে বাশার, জননেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব ড. আওলাদ হোসেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। এতে সভাপতিত্ব করেন দীপালোকের চেয়ারম্যান শরীফ তালুকদার। অনুষ্ঠানে সংবর্ধনাপ্রাপ্তরা হলেন- মুক্তিযুদ্ধো এ্যাডভোকেট নাজিম উদ্দিন আহম্মেদ এমপি, অর্থনীতিতে এফবিসিসিআইএর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ; সাহিত্য ও সংস্কৃতিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহীত-উল আলম, সঙ্গীতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক উমা খান; তথ্য-প্রযুক্তিতে বেসিস সভাপতি মোস্তফা জব্বার, সাংবাদিকতায় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, নারী উদ্যোক্তায় রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের চেয়ারপারসন গুলশান নাসরীন চৌধুরী এবং শিক্ষায় ক্যামব্রিয়ান এ্যাডুকেশন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন এম কে বাশার। আলোচনার ও সম্মাননা প্রদানের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক উমা খান, সঙ্গীতশিল্পী আলম আরা মিনু, মৌসুমী ইকবাল, ক্লোজআপ তারকা নোবেল চৌধুরী, রাবু, পার্থ, ক্ষুদে গানরাজ আশা ও নীলা চৌধুরী। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন, মৌ, কান্তা, সাদিয়া প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল ক্যামব্রিয়ান এ্যাডুকেশন গ্রুপ ও কালান্তর গ্রুপ। মিডিয়া পার্টনার কালান্তর নিউজ ডটকম।
×