ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিচারপতি অপসারণ

ষোড়শ সংশোধনী চূড়ান্ত নিষ্পত্তির শুনানি ৫ জানুয়ারি

প্রকাশিত: ০৮:৫৩, ৩০ নভেম্বর ২০১৬

ষোড়শ সংশোধনী চূড়ান্ত নিষ্পত্তির শুনানি ৫ জানুয়ারি

স্টাফ রিপোর্টার ॥ বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত রেখে সংবিধানের ষোড়শ সংশোধনী চূড়ান্ত নিষ্পত্তির জন্য বাদীপক্ষের করা আবেদনের ওপর আগামী ৫ জানুয়ারি শুনানি অনুষ্ঠিত হবে সুপ্রীমকোর্টের আপীল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে। মঙ্গলবার আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে শুনানির এ দিন ধার্য করেন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালত। সোমবার আবেদনটি করেন হাইকোর্টের রিট আবেদনকারীদের পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ। তিনি বলেন, হাইকোর্টের রায়ে ওই সংশোধনী অবৈধ ও বাতিল করা হয়েছে। একইসঙ্গে বিষয়টির সঙ্গে সাংবিধানিক ব্যাখ্যা জড়িত থাকায় আপীলের জন্য সার্টিফিকেট দিয়েছেন হাইকোর্ট। এর মধ্যে রাষ্ট্রপক্ষও আপীল করেননি। তাই বাদী এ বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তির জন্য আপীল বিভাগে আবেদনটি করেছেন। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়। বিলটি পাসের পর ২২ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশিত হয়। এরমধ্যে ষোড়শ সংশোধনীকে অবৈধ করে দুই বিচারপতির দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি গত ১১ আগস্ট সুপ্রীমকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়।
×