ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খুলনায় নৌবাহিনীর সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪:০২, ২৯ নভেম্বর ২০১৬

খুলনায় নৌবাহিনীর সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া এক্সারসাইজ সেফ গার্ড-২০১৬ এর অংশ হিসেবে খুলনা নৌ অঞ্চলে সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার সোমবার সকালে খুলনার নৌবাহিনী ঘাঁটি তিতুমীর ফেয়ারওয়ে হলে অনুষ্ঠিত হয়। কমডোর কমান্ডিং খুলনার আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেরিটাইম গবর্নেন্স এ্যান্ড পলিসি অনুষদের ডিন কমডোর মোহাম্মদ জিয়াউদ্দিন আলমগীর। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ এ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজির প্রফেসর মোহাম্মদ আব্দুর রউফ, দ্য বেঙ্গল ট্যুর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদ হোসাইন, মংলা কোস্ট গার্ডের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার এএম রাহাতুজ্জামান, পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সায়েদুল ইসলাম এবং মোংলা পোর্টের চীফ সিকিউরিটি অফিসার কমান্ডার এম হাবিবুল মওলা। নেত্রকোনায় অগ্নিকা-, শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৮ নবেম্বর ॥ সোমবার দুপুরে জেলার আটপাড়া উপজেলার তেলিগাতি ইউনিয়নের পূর্ব হাতিয়র গ্রামের আশ্রয়ন প্রকল্পে (গুচ্ছগ্রামে) অগ্নিকা-ে ১০টি ঘর পুড়ে গেছে। এছাড়া আগুনে দগ্ধ হয়ে মারা গেছে ফাতেমা আক্তার নামে দেড় বছরের এক শিশু। নিহত ফাতেমা ওই গ্রামের এরশাদ মিয়ার মেয়ে। জানা গেছে, সোমবার দুপুর একটার দিকে আশ্রয়ন প্রকল্পের দুলাল ফকিরের ঘরের বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তে তা চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনে প্রকল্পের ২নং ইউনিটের ১০টি ঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ সময় এরশাদ মিয়ার দেড় বছরের শিশুকন্যা ফাতেমা আগুনে দগ্ধ হয়ে মারা যায়। কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানা নিজস্ব সংবাদদাতা কেরানীগঞ্জ থেকে জানান, চুনকুটিয়ায় একটি প্লাস্টিক কারখানায় সোমবার দুপুরে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আগুনে মালামালসহ পুরো কারখানাটি পুড়ে গেছে। জানা যায়, প্রাইমেক্স পেট এ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লি: নামের ওই কারখানায় ওয়ানটাইম গ্লাস, থালা, বিরিয়ানীর প্যাকেট ইত্যাদি তৈরি করা হতো। বেলা সাড়ে ১২টার দিকে আগুনের বিষয়টি কর্মরত শ্রমিকদের নজরে আসে। ফোম জাতীয় হালকা প্লাস্টিক হওয়ায় আগুন মুহূর্তেই পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। চাঁপাইয়ে ১৩ বাড়ি স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ থেকে জানান, শিবগঞ্জ উপজেলার আজমতপুরে অগ্নিকা-ে ১৩টি বাড়ি ভস্মীভূত হয়েছে। সোমবার সকাল পৌনে ৯টার দিকে শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর রিফিউজিপাড়ায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বাইরুল ইসলামের বাড়িতে রান্নাঘরে সকালের নাস্তা তৈরি করার সময় চুলার পাশে থাকা খড়ে আগুন ধরে গেলে সেই আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। রাঙ্গামাটিতে দুই দোকান নিজস্ব সংবাদদাতা রাঙ্গামাটি থেকে জানান, রাঙ্গামাটি শহরের নিউ মার্কেটে রবিবার গভীর রাতে অগ্নিকা-ে ২টি দোকান পুড়ে গেছে। একটি ফাস্ট ফুডের দোকান ও অন্যটি বই প্রকাশনীর দোকান। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। দরিদ্র রোগীদের মধ্যে চেক বিতরণ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে এলজিইডির গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণে কর্মরত দরিদ্র নারী শ্রমিকদের এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় দুস্থ রোগীদের সহায়তায় প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার বাগেরহাট প্রেসক্লাব ও সদর উপজেলা মিলনায়তনে পৃথক অনুষ্ঠানে এ্যাড: মীর শওকাত আলী বাদশা এমপি এ চেক বিতরণ করেন। এ সময় বাগেরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহাদাত হোসেন, ইউএনও শরীফ নজরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এ্যাড: শাহ আলম টুকু, ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অপরাধ নিয়ন্ত্রণে সিসি ক্যামেরা নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২৮ নবেম্বর ॥ অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে ডিজিটাল লক্ষ্মীপুর পৌর এলাকা গড়ার লক্ষ্যে সিসি ক্যামেরার নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। সিসি ক্যামেরা নেটওয়ার্কের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল। পুলিশ সুপার একেএম মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ মুর্শিদুল ইসলাম, পৌর মেয়র আবু তাহের। অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, অধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান, সিভিল সার্জন খালেদ মোস্তফা খালেদ আহম্মদ।
×