ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

খুলনায় ৭৭ করদাতাকে সম্মাননা ও সনদ প্রদান

প্রকাশিত: ০৪:৫৬, ২৫ নভেম্বর ২০১৬

খুলনায় ৭৭ করদাতাকে সম্মাননা ও সনদ প্রদান

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে আয়কর সপ্তাহ। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কর অঞ্চল খুলনার আওতাধীন খুলনা সিটি কর্পোরেশন ও খুলনা বিভাগের ১০ জেলার ৭৭ জন সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী এবং সর্বোচ্চ মহিলা করদাতা ও তরুণ করদাতাকে সম্মাননা ও সনদ প্রদান করা হয়। কর অঞ্চল খুলনার উদ্যোগে বেলা ১১টায় নগরীর খুলনা সরকারী মহিলা কলেজ অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনের সংসদ সমস্য আলহাজ মিজানুর রহমান মিজান। কর কমিশনার কর অঞ্চল খুলনার মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সংসদ সদস্য (সংরক্ষিত আসন-৮) লায়লা আরজুমান বানু, খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ-জামান, আপীল অঞ্চল খুলনার কর কমিশনার প্রশান্ত কুমার রায়, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট (আপীল) কমিশনারেটের কমিশনার আব্দুল মান্নান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কর অঞ্চল খুলনার অতিরিক্তি কর কমিশনার মোঃ রিয়াজুল ইসলাম। খুলনায় যারা সম্মাননা পেলেন তারা হলেন- খুলনা সিটি কর্পোরেশন এলাকার সর্বোচ্চ করদাতা মোঃ তহিদুল ইসলাম আজাদ, এসএম আজিজুল আলম ও আব্দুল হামিদ সরদার, দীর্ঘ সময় কর প্রদানকারী অমর কুমার শিকদার ও মোঃ এবাদুল্লাহ গাজী, সর্বোচ্চ মহিলা করদাতা নুসরাত রহমান ও তরুণ করদাতা শরীফ মোঃ ওহিদুজ্জামান। এছাড়া জেলার সর্বোচ্চ করদাতারা হলেন মোঃ শামীম আহসান, মোহাম্মদ জিয়াউল আহসান ও মোঃ আজগর আলী খান, দীর্ঘ সময় কর প্রদানকারীরা হলেন এসএম রাইসুল ইসলাম রনি ও মোঃ আতাউর রহমান খান এবং সর্বোচ্চ মহিলা করদাতা খাদিজা পারভীন ও তরুণ করদাতা হিমাদ্রী শেখর হোড়। সাতক্ষীরা জেলার সর্বোচ্চ করদাতারা হলেন আসাদুজ্জামান সেলিম, মোঃ আরাফাত হোসেন ও শেখ সিরাজুল হক, দীর্ঘ সময় কর প্রদানকারীরা হলেন মোঃ আব্দুস সাত্তার আকতার ও মোঃ ঈমান আলী এবং সর্বোচ্চ মহিলা করদাতা ডাঃ লিপিকা বিশ্বাস ও তরুণ করদাতা মোঃ জাহিদুল ইসলাম। বাগেরহাট জেলার সর্বোচ্চ করদাতা মোঃ আনিসুর রহমান, মোঃ ইউসুফ ও পপি আকতার, দীর্ঘ সময় কর প্রদানকারী আলী আহম্মেদ ও বলাই কৃষ্ণ রায়, সর্বোচ্চ মহিলা করদাতা সরবরিয়া খানম দরিয়া ও তরুণ করদাতা শামিনুল ইসলাম। যশোর জেলার সর্বোচ্চ করদাতারা হলেন মোঃ আবু নাসের সরকার, আবুল কালাম সরকার ও মোঃ আবুল কাশেম সরকার, দীর্ঘ সময় কর প্রদানকারী মোঃ আমির হোসেন ও মোঃ আব্দুস সামাদ এবং সর্বোচ্চ মহিলা করদাতা কোহিনূর বেগম ও তরুণ করদাতা সুজন বিশ্বাস।
monarchmart
monarchmart

শীর্ষ সংবাদ:

রাজধানীতে স্কুল শিক্ষিকার আত্মহত্যা
যুক্তরাষ্ট্রে টর্নেডোর ভয়াবহ আঘাতে নিহত ৭
রাশিয়াকে অস্ত্র দেয়নি চীন: বাইডেন
ইউক্রেনকে ৪ টি যুদ্ধবিমান দিল স্লোভাকিয়া
মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা জারি
তিউনিসিয়ার উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকা ডুবে নিখোঁজ ৩৪
ভারতকে হারিয়েছে বাংলাদেশ
রমজানে বিএনপির কর্মসূচি ঘোষণা
ক্যানসার ফাউন্ডেশন চালু করলেন সাকিব
প্রথম দিনেই জমে উঠেছিলো রাজধানীর ইফতার বাজার
পুনরায় দূতাবাস চালু করছে সৌদি ও সিরিয়া
সিরিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত ১১
রাজা তৃতীয় চার্লসের ফ্রান্স সফর স্থগিত
খুলনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
বিএনপির আভ্যন্তরীণ রাজনীতিতে ফখরুলদের মতপ্রকাশের স্বাধীনতা নেই :ওবায়দুল কাদের
লোকসভার সাংসদ পদ হারালেন রাহুল গান্ধী
এক্সপ্রেসওয়েতে গতিসীমা লঙ্ঘন করায় ৮৪ মামলা
রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ৭৪
বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে, নিহত ২
ইন্টারপোলের রেড নোটিসের তালিকায় আরাভ খান