ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জাতিসংঘে রাষ্ট্রদূত নিকি হ্যালি শিক্ষামন্ত্রী বেটসি ডিভোস

ট্রাম্প প্রশাসনের দুই পদে নারী

প্রকাশিত: ০৪:৫১, ২৫ নভেম্বর ২০১৬

ট্রাম্প প্রশাসনের দুই পদে নারী

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন প্রশাসনে শীর্ষস্থানীয় পদে প্রথম দুই মহিলাকে নিয়োগ করেছেন। সাউথ ক্যারোলিনার গবর্নর নিকি হ্যালি জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত পদে এবং সরকারী স্কুলের সমর্থক বেটসি ডিভোসকে শিক্ষামন্ত্রী পদে মনোনীত করা হয়েছে। খবর বিবিস ও শিকাগো ট্রিবিউনের। গবর্নর হ্যালির পররাষ্ট্র নীতির বিষয়ে সামান্যই অভিজ্ঞতা রয়েছে, কিন্তু ট্রাম্প হ্যালিকে ‘এক প্রমাণিত মধ্যস্থতাকারী’ বলে প্রশংসা করেন। ট্রাম্পের মতো ডিভোসও সরকারে নবাগত, কিন্তু তিনি আমেরিকার জনশিক্ষা ব্যবস্থার পরিবর্তন ঘটাতে কয়েক দশক ধরে কাজ করেছেন। উভয়েই এক সময়ে ট্রাম্পের সমালোচক ছিলেন। হ্যালি ট্রাম্পের কোন ভক্ত নন বলে একবার মন্তব্য করেছিলেন। ডিভোস ম্যানহাটান ট্রাইকুন ট্রাম্পকে একজন ‘অনুপ্রবেশকারী’ বলে অভিহিত করেন। প্রেসিডেন্টশিয়াল প্রাইমারিতে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ও সাবেক নিউরোসার্জন বেন কারসন কোন পদে শীঘ্রই মনোনীত হবেন বলে আভাস দেন। কারসন তার ফেসবুকে লিখেছেন- আমেরিকাকে আমার মহান করে গড়ে তোলার কাজে সহায়তা করতে আমার ভূমিকা নিয়ে এক ঘোষণা আসছে। ট্রাম্প মঙ্গলবার টুইট করেন যে, তিনি গৃহসংস্থান ও নগর উন্নয়ন দফতরে মনোনয়নের জন্য কারসনের কথা গুরুত্বসহকারে বিবেচনা করছেন। জাতিসংঘে নিযুক্ত অনেক কূটনীতিকই ট্রাম্পের প্রেসিডেন্ট পদের দায়িত্ব পালন নিয়ে আশঙ্কা বোধ করছেন এবং তিনি কেন যে জাতিসংঘের কড়া কোন সমালোচককে রাষ্ট্রদূত নিয়োগ করেননি, তাতে জাতিসংঘে স্বস্তিবোধ দেখা দেয়। হ্যালি ও ডিভোসের নিয়োগ রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে অনুমোদিত হওয়ার প্রয়োজন হবে। ট্রাম্প বলেন, হ্যালি এক প্রমাণিত মধ্যস্থতাকারী এবং আমরা অনেক চুক্তি করতে চাচ্ছি। তিনি বিশ্বসভায় আমাদের প্রতিনিধিত্ব করার মতো এক মহান নেতাই হবেন। হ্যালি বলেন, তিনি এ দায়িত্ব গ্রহণ করে ‘বিমুগ্ধ’ হয়েছেন এবং তিনি তার মনোনয়ন কংগ্রেসে অনুমোদিত না হওয়া পর্যন্ত সাউথ ক্যারোলিনার গবর্নর হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। রিপাবলিকান প্রাইমারিতে হ্যালি ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও ও তারপর টেক্সাসের সিনেটর টেড ক্রুজকে সমর্থন করেছিলেন। হ্যালি ট্রাম্পের মুসলিম অভিবাসন নিষিদ্ধ করার প্রস্তাবেরও জোর সমালোচনা করে একে ‘অ-আমেরিকান’ বলে অভিহিত করেন। এর জবাবে ট্রাম্প হ্যালিকে অবৈধ অভিবাসন প্রশ্নে খুবই দুর্বল বলে অভিহিত করেন। সাউথ ক্যারোলিনার জনগণ তার কারণে বিব্রত বলেও ট্রাম্প মন্তব্য করেন। হ্যালি (৪৪) ভারতীয় অভিবাসীদের কন্যা। তিনিই সাউথ ক্যারোলিনার প্রথম সংখ্যালঘু ও নারী গবর্নর। তিনি এক শিখ পরিবারে বড় হন এবং এখন নিজেকে এক খ্রীস্টান বলে পরিচয় দেন। ডিভোস বলেন, তিনি এ নিয়োগ গ্রহণ করে নিজেকে সম্মানিত বোধ করছেন। কিন্তু মিশিগানের এই কোটিপতি রিপাবলিকান চাঁদাদাতা এক সময়ে ট্রাম্পকে ‘রিপাবলিকান পার্টির প্রতিনিধিত্ব করেন না এমন এক অনুপ্রবেশকারী বলে অভিহিত করেন।’ ডিভোস নির্বাচনী লড়াইয়ে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কার্লিফিওরিনা, মার্কো রুবিও ও জেব বুশকে সহায়তা করেন। তিনি ইতোপূর্বে কমন কোর এডুকেশন স্ট্যান্ডার্ড সমর্থন করেন। ট্রাম্প ও অনেক রক্ষণশীলই এটা নিয়ে উপহাস করেন। তবে ট্রাম্প ডিভোস শিক্ষার এক উজ্জ্বল ও আবেগপ্রবণ সমর্থক হবেন বলে মন্তব্য করেন। ট্রাম্প বাণিজ্য দফতরের নেতৃত্ব দিতে কোটিপতি বিনিয়োগকারী উইলবার রস জুনিয়রকে বাছাই করবেন বলে মনে হয়। নাম প্রকাশ না করার শর্তে ট্রাম্পের এক উর্ধতন উপদেষ্টা বুধবার এ কথা জানান। ৭৮ বছর বয়স্ক রস একজন শ্বেতাঙ্গ এবং প্রাইভেট ইক্যুইটি ফার্ম ডাব্লিউ এল রস এ্যান্ড কোম্পানির চেয়ারম্যান এবং চীফ স্ট্যাটেজি অফিসার। এ কোম্পানি ব্যবসায়ে ব্যর্থতার পরিচয় দিচ্ছে এমন সব কোম্পানি কেনায় অভিজ্ঞ। মাত্র দু’সপ্তাহ আগে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে তার নিজের দলের অনেক সদস্যসহ রাজনৈতিক বিশ্বকেই চমকে দেন। তিনি ৬০ দিনেরও কম সময়ের মধ্যে তার পদে শপথ নেবেন। তার মন্ত্রিসভার সদস্যগণ ছাড়াও তিনি অবশ্যই উচ্চ পর্যায়ের কয়েক শ’ প্রশাসনিক পদ পূরণ করবেন। এখন অবধি ট্রাম্প এ্যাটর্নি জেনারেল পদে জেফ সেসনস, সিআইএ ডিরেক্টর পদে মাইক পম্পেও এবং চীফ অব স্টাফ পদে রেইন্স প্রিবাসকে নিয়োগ করেছেন।
×