ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভোলায় শুরু হতে যাচ্ছে জাতীয় ভলিবল টুর্নামেন্ট

প্রকাশিত: ২২:২৪, ২৪ নভেম্বর ২০১৬

ভোলায় শুরু হতে যাচ্ছে জাতীয় ভলিবল টুর্নামেন্ট

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলায় প্রথম বারের মত জাতীয় পর্যায়ের ভলিবল টুর্নমেন্ট শুরু হতে যাচ্ছে। আগামী ২৬ নভেম্বর শনিবার দুপুরে ভোলার গজনবী স্টেডিয়ামে ১৭তম প্রিয়গ্রুপ পুরুষ আন্ত: জেলা ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার দুপুরে ভোলার গজনবী স্টেডিয়ামে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সিনিয়র স্পোর্টস অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান মইনুল হোসেন বিপ্লব ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানান, তৃণমূল পর্যায় খেলোয়ার সৃষ্টির লক্ষে এ ধরণের বড় বড় খেলাগুলোকে জেলা উপজেলা পর্যায়ে আয়োজন করা হচ্ছে। ভোলা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ২৬ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ৫দিনের টুর্নামেন্টে স্বাগতিক জেলা ভোলা, বরিশাল, খুলনা, ঢাকা, চট্রোগ্রাম, কক্সবাজার, সিলেট, নরাইল, রংপুর, দিনাজপুর, সাতক্ষিরা, গাজিপুর, পাবনা, রাজশাহী এই ১৪টি জেলা দল অংশ গ্রহণ করবে। সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমানসহ টুর্নামেন্ট এর কর্মকর্তাবৃন্দ। এর আগে ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ খেলার মাঠ পরিদর্শন করেন।
×