ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়কে শিশুসহ নিহত ১০

প্রকাশিত: ০৬:৩৪, ১৮ নভেম্বর ২০১৬

সড়কে শিশুসহ নিহত ১০

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় খুলনায় তিন, পঞ্চগড়ে দুই, কক্সবাজারে শিশুসহ দুই, যশোরে ছাত্রসহ দুইজন নিহত দাউদকান্দিতে একজন নিহত এবং মুন্সীগঞ্জে ১২ জেএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। খুলনা ॥ পৃথক সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্রসহ তিনজন নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে রূপসা ও ফুলতলা উপজেলা এলাকায় এ দুুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ ফুলতলায় মাদ্রাসাছাত্র কাজল শেখ, রূপসায় নসিমনচালক মিলন শেখ ও শ্রমিক মিজানুর রহমান ওরফে মিজান। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে রূপসা উপজেলার খুলনা-মংলা মহাসড়কের সাউদার্ন সি ফুডের সামনে একটি যাত্রীবাহী বাস পিছন দিক থেকে একটি নসিমনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নসিমন চালক মিলন নিহত এবং নসিমন যাত্রী মিজানুর রহমান ওরফে মিজান ও এস্কেন্দার গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মিজান মারা যান। অপরদিকে বেলা সাড়ে ১১টার দিকে ফুলতলা উপজেলার খুলনা-যশোর মহাসড়কের যুগ্নিপাশা এলাকায় দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো স্থানীয় গাজীপুর মাদ্রাসারছাত্র কাজল শেখকে চাপা দিয়ে উল্টে পড়ে। গুরুতর আহত অবস্থায় কাজল শেখকে স্থানীয় ফুলতলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পঞ্চগড় ॥ জগদল এলাকার তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন গুরুতর আহত হন। নিহতরা হলেনÑ তেঁতুলিয়া উপজেলার শালবাহান এলাকার দেলোয়ার হোসেন (২৪) এবং একই এলাকার আশরাফুল ইসলাম (২৩)। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুর ২টায় দেলোয়ার ও আশরাফুল একটি মোটরসাইকেলে পঞ্চগড় আসছিল। এ সময় জগদল বাজার থেকে আরেকটি মোটরসাইকেল সড়কে উঠার সময় দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। একই সময় পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী একটি ট্রাক আরোহীসহ মোটরসাইকেল দুইটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দেলোয়ার এবং পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে আশরাফুল মারা যান। এ ঘটনায় গুরুতর আহত তিন মোটরসাইকেল আরোহী হলেন, তেঁতুলিয়া উপজেলার শালবাহান এলাকার শাওন, দ্বীপ ও নয়ন। আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কক্সবাজার ॥ গ্রীন লাইন বাসের চাপায় আশিকা বেগম (১০) নামে এক ছাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছে। আহত রুমি ও উর্মি নামে দুই বোন। তারা ওই এলাকার শামসু বাবুর্চির মেয়ে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টায় কক্সবাজার বাইপাস সড়কে পুলিশ লাইনের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মাদ্রাসা থেকে ক্লাস শেষ করে তিন ছাত্রী বাড়ি ফিরছিল। এ সময় ঢাকা থেকে আসা গ্রীন লাইনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে আশিকার মৃত্যু হয়। চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করেছে পুলিশ। রামুতে মাইক্রোবাসের ধাক্কায় জায়তুন নাহার (৫) নামে শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রশিদনগর জেটি রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু হাসানের মেয়ে। রামু হাইওয়ে পুলিশ জানায়, চট্টগ্রামমুখী মাইক্রোবাসটি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দাউদকান্দি ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি বিশ্বরোডে সখিনা বেগম নামের এক পথচারাী নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মহাসড়কের মাইজপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। সে তার ছেলের জন্য দুপুরের খাবার নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। নিহত সখিনা বেগম উপজেলার মাইজপাড়া গ্রামের আব্দুল খালেকের স্ত্রী। মুন্সীগঞ্জ ॥ জেএসসি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ডাঃ আব্দুল গফ্ফার স্কুল এ্যান্ড কলেজের স্কুল শাখার ১২ জেএসসি পরীক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা এলাকায় এ ঘটনা ঘটে। এ দুর্ঘটনার পর গুরুতর আহত পরীক্ষার্থীদের উত্তরপত্র লিখে দিয়েছেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। জানা যায়, ওই স্কুলের ১২ পরীক্ষার্থীসহ প্রায় ১৮ যাত্রী নিয়ে একটি লেগুনা ভবেরচর ওয়াজীর আলি উচ্চ বিদ্যালয় কেন্দ্র যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা এলাকায় পরীক্ষার্থীদের বহনকারী লেগুনাটি উল্টে যায় এ সময় মোঃ সাগর, রিফাত সরকার, আরিফা খাতুন, উম্মি আক্তার ও মোঃ রুহান গুরুতরসহ ১২ পরীক্ষার্থী আহত হয়। যশোর ॥ নওয়াপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ স্থানীয় গাজীপুর সিনিয়র মাদ্রাসার আলিম বিভাগের ছাত্র হাফিজুর রহমান (১৮) ও নওয়াপাড়া বন্দরের শ্রমিক মাহাবুব হোসেন (৪৫)। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়ার রাজঘাট এলাকায় যশোরগামী একটি ট্রাকের চাপায় মাদ্রাসা ছাত্র হাফিজুর রহমান নিহত হন। এর আগে বুধবার রাতে যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়ার বেঙ্গলগেট এলাকায় কাভার্ডভ্যানের চাপায় মাহাবুব হোসেন নামের এক শ্রমিক নিহত হন।
×