ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আর্জেন্টাইন অধিনায়ক জানালেন আমরা সিদ্ধান্ত নিয়েছি আপাতত আমরা কেউ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলব না ;###;আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আনা হয় যেগুলো খুবই অসম্মানজনক;###;এজন্য আমরা খুবই দুঃখিত ;###;এছাড়া আমাদের উপায়ও ছিল না

মেসিদের মিডিয়া বয়কট

প্রকাশিত: ০৬:৩৪, ১৭ নভেম্বর ২০১৬

মেসিদের মিডিয়া বয়কট

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ বাছাইপর্বে বেশ দুঃসময়ের মধ্যে ছিল আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে ৩-০ গোলে হারের পর কড়া সমালোচনার মুখে পড়েন লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়াইন, সার্জিও এ্যাগুয়েরোরা। বিশেষ করে আর্জেন্টিনার সংবাদ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। শুধু মাঠের পারফর্মেন্সই নয়, খেলোয়াড়দের ব্যক্তিগত জীবন নিয়েও নানা আলোচনা-সমালোচনা হয় গণমাধ্যমে। বিষয়টি মোটেও পছন্দ হয়নি আর্জেন্টাইন ফুটবলারদের। তাইতো ক্ষুব্ধ হয়ে উঠেছেন তারা। বুধবার কলম্বিয়াকে ৩-০ গোলে হারানোর পর তাই সংবাদ মাধ্যমকে বয়কটের ঘোষণা দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচটি নিজেদের দেশে খেলে আর্জেন্টিনা। ম্যাচ শেষে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনার খেলোয়াড়রা সংবাদ সম্মেলনে গিয়ে বয়কটের ঘোষণা দেন। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ বয়কট চলবে বলে জানিয়েছেন তারা। এ সময় তারা আর্জেন্টিনার সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন না। এক লিখিত বিবৃতিতে মেসি বলেন, আপাতত আমরা কেউ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলব না। আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আনা হয় যেগুলো খুবই অসম্মানজনক। আমরা কখনই এ ব্যাপারে কিছু বলি না। কিন্তু এছাড়া আমাদের কোন উপায়ও ছিল না। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত আপাতত আমরা কেউ কোন গণমাধ্যমের সঙ্গে কথা বলব না। এজন্য দুঃখ প্রকাশ করে মেসি বলেন, সত্যি কথা বলতে কি, এছাড়া আমাদের কোন উপায়ও ছিল না। তাই আমরা খুবই দুঃখিত। তবে সব সংবাদ মাধ্যমই এজন্য দায়ী নন বলেও মত রাখেন মেসি। দু’একটি গণমাধ্যমের জন্যই এমন সমস্যার সৃষ্টি হয়েছে জানিয়ে মেসি বলেন, আমরা জানি, সব গণমাধ্যমই এ ধরনের বাজে কর্মকা-ে জড়িত নয়। তারা আমাদের সম্মান করে। তবে কোন খেলোয়াড়ের ব্যক্তিগত জীবনকে লক্ষ্য বানানোটা খুবই অন্যায্য একটা ব্যাপার। এই ঘটনার সূত্রপাত হয়েছে ইজিকুয়েল লাভেজ্জিকে নিয়ে। সম্প্রতি একটি রেডিও স্টেশনে লাভেজ্জিকে নিয়ে সংবাদ পরিবেশিত হয়। সেখানে অভিযোগ করা হয়, লাভেজ্জি অনুশীলনের পর মারিজুয়ানা নিয়ে থাকেন। লাভেজ্জির এই সংবাদটিই আর্জেন্টাইন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে বয়কটের মতো সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে আর্জেন্টাইন ফুটবলারদের। আর্জেন্টাইন ফুটবলাররা সাংবাদিকদের সঙ্গে কথা না বললেও দলটির কোচ এডগার্ডো বাউজা ঠিকই কথা বলেন। ম্যাচ শেষে তিনি বলেন, আমি খেলোয়াড়দের বলেছি, আমি খুবই খুশি তোমাদের পারফর্মেন্সে। এক সপ্তাহ ধরে গণমাধ্যমে আমাদের যেভাবে সমালোচনা হচ্ছে, তাতে করে কলম্বিয়ার বিরুদ্ধে এই ম্যাচটি মোটেও সহজ ছিল না আমাদের জন্য। এই জয়ের জন্য অধিনায়ক মেসিকেই বেশি মার্ক দিচ্ছেন কোচ। সেই ফল নির্ধারক বলে মন্তব্য করেন বাউজা। এ প্রসঙ্গে তিনি বলেন, মেসি অসাধারণ এক খেলোয়াড় আর ফল নির্ধারক। প্রথম গোলটিতে আর অন্য গোলগুলোতে সে এটা দেখিয়েছে। কলম্বিয়ার আর্জেন্টাইন কোচ জোশে প্যাকারম্যানও মনে করেন ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছেন মেসিই। প্রায় ২৫ গজ দূর থেকে নেয়া দুর্দান্ত ফ্রিকিকে শুরুতেই আর্জেন্টিনাকে এগিয়ে নেন বার্সিলোনা তারকা। এরপর বাকি দুটি গোলেও রাখেন অবদান। প্যাকারম্যান বলেন, আর্জেন্টিনা প্রথম গোলটি করেছে আর সেটা তাদের এগিয়ে দিয়েছে। প্রথম আর দ্বিতীয় গোলের পর ম্যাচটি আমরা কঠিন করে ফেলেছি। আর মেসি পার্থক্য গড়ে দিয়েছে।
×