ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কসাইদের কাছে জিম্মি পশু ব্যবসায়ীরা

প্রকাশিত: ০৬:১৬, ১৭ নভেম্বর ২০১৬

কসাইদের কাছে জিম্মি পশু ব্যবসায়ীরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাজধানীর গাবতলী হাটের পশু ব্যবসায়ীরা কসাইদের কাছে জিম্মি হয়ে পড়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছেন তারা। পশু ব্যবসায়ীরা বলেন, রাজধানীর বিভিন্ন এলাকার মাংস ব্যবসায়ীরা তাদের কাছ থেকে নগদে ও বাকিতে গরু-মহিষ কিনে থাকেন। মৌখিকভাবে এ কেনাবেচায় কোন কাগজপত্র থাকে না। কিন্তু যখন মাংস ব্যবসায়ীদের কাছে বাকিতে পশু বিক্রির পাওনা টাকা চায় তখন তারা বিভিন্ন টালবাহানা করে। এতে করে হাটের অনেক বেপারি নিঃস্ব হয়ে গেছে। আর এসব বিষয়ে মাংস ব্যবসায়ী সমিতির কাছে অভিযোগ করলে তারা মোটা অংকের কমিশন নিয়ে পাওনা টাকার কিস্তি করে দেয়। আর কমিশন না দিলে টাকা ফেরত অনিশ্চিত হয়ে যায়। এভাবেই মাংস ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে আছে গাবতলীর পশু ব্যবসায়ীরা। রাজশাহীর জাবেদ আলী বেপারি বলেন, মৌলবীবাজারের মাংস ব্যবসায়ী জানু হাজীর কাছে তিন মাস আগে বাকিতে চার লাখ টাকার গরু বিক্রি করেছি।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গাবতলী পশু হাটের বেপারি মেহের আলী, মাহবুব রহমান, আরমান আলী, কাশেম আলী, বন্দর আলী প্রমুখ।
×