ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘এই জয় আসলে ঘৃণা ও উন্মত্ততারই জয়’

ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি ডেমোক্র্যাটদের

প্রকাশিত: ০৬:১৩, ১৪ নভেম্বর ২০১৬

ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি ডেমোক্র্যাটদের

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেলেও নির্বাচনে জয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে মেনে নিতে পারছেন না বিরোধী ডেমোক্র্যাট রাজনীতিকরা। শীর্ষ ডেমোক্র্যাট নেতৃবৃন্দ অভিযোগ করে বলছেন, তিনি মার্কিনসুলভ পন্থায় নির্বাচিত হয়ে আসেননি। তার এ জয় আসলে ‘ঘৃণা ও উন্মত্ততারই’ জয়। ট্রাম্প জয়ী হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের শত্রুরা। খবর গার্ডিয়ান অনলাইনের। নির্বাচনে ট্রাম্প জেতার পর যুক্তরাষ্ট্রের শহরে শহরে বিক্ষোভ শুরু হয়। এ বিক্ষোভ এখনও চলছে। সাধারণ মানুষের বিক্ষোভের পাশাপাশি ডেমোক্র্যাটরা রাজপথে প্রতিবাদ জানানোর পরিকল্পনা গ্রহণ করেছে। ট্রাম্পের জয়ের খবর আসায় বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ও ডেমোক্র্যাটিক পদপ্রার্থী হিলারি ক্লিনটনের কাছ থেকে স্বাভাবিক বক্তব্য এসেছে। প্রথা অনুযায়ী তারা উভয়ই ট্রাম্পকে অভিনন্দন জানান। হিলারি পরাজয় মেনেও নেন । কিন্তু সিনেটের সবচেয়ে সিনিয়র ডেমোক্র্যাটিক সদস্য (নেভাডা থেকে নির্বাচিত) হ্যারি রিড শুক্রবার ট্রাম্প নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় বিক্ষোভ সমাবেশ সমর্থন করে বলেছেন, স্বতঃস্ফূর্তভাবে এগুলো হচ্ছে। তিনি আরও বলেন যে, ট্রাম্প জয়লাভ করায় যুক্তরাষ্ট্রে যারা ঘৃণা ও উন্মত্ততা ছড়ায় তাদের হাতই শক্তিশালী হয়েছে। প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, ‘ট্রাম্প নির্বাচনে জিতেছেন, এ খবরে আনন্দ প্রকাশ করেছে শ্বেতাঙ্গ উগ্র জাতীয়তাবাদীরা, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং আইসিস। অন্যদিকে আইন মান্যকারী নিরীহ আমেরিকানরা ভীত হয়ে পড়েছেন।’ হ্যারি রিড আরও বলেন, ‘নির্দিষ্টভাবে বলতে গেলে কৃষ্ণাঙ্গ, হিসপানিক, মুসলিম, এলজিবিটি ও এশিয়ান আমেরিকানদের বেলায় একথা বিশেষভাবে সত্য। শ্বেতাঙ্গ উগ্র জাতীয়তাবাদীদের বিজয়োল্লাস দেখে নিরীহ আমেরিকানরা ভয়ে কাঁদছে, কারণ তারা এখন নিজেদের ঠিক আমেরিকান অনুভব করতে পারছে না।’ মঙ্গলবারের নির্বাচনে অপ্রত্যাশিত জয় পেয়েছেন ট্রাম্প। এ নির্বাচনে প্রচারাভিযান চালানোর সময় পুরো দেশকে দ্বিধাবিভক্ত করেন ট্রাম্প। জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা থেকে হামলার খবরও পাওয়া গেছে।
×