ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঘুষের টাকা না পেয়ে ট্রাকচালককে পেটাল ট্রাফিক সার্জেন্ট

প্রকাশিত: ০৮:৫৫, ১২ নভেম্বর ২০১৬

ঘুষের টাকা না পেয়ে ট্রাকচালককে পেটাল ট্রাফিক সার্জেন্ট

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী ॥ ঘুষের পাঁচ হাজার টাকা না পেয়ে শফিকুল ইসলাম বাবু (৩৩) নামে এক ট্রাকচালককে পেটানোর অভিযোগ উঠেছে ট্রাফিক সার্জেন্ট শাহ নেওয়াজের বিরুদ্ধে। শুক্রবার ভোরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত চালককে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে চিকিৎসাধীন ট্রাকচালক শফিকুল ইসলাম বাবু জানান, তিনি রড ও খালি মাছের ঝুড়ি বোঝাই করে চট্টগ্রাম থেকে সাতক্ষীরায় যাচ্ছিলেন। ভোরে ফেরি পার হয়ে দৌলতদিয়া ঘাটের বাইপাস সড়কে ওঠেন। সেখানে সড়কের মাঝে বিশাল একটি তোরণ দেখতে পান। এ সময় সেখানে থাকা সার্জেন্ট শাহ নেওয়াজ তার কাছে গাড়ির কাগজপত্র দেখতে চান। বাবু আরও জানান, পূর্বের একটি মামলা থাকায় সার্জেন্টকে তিনি কেস সিøপ দেখান। এতে সার্জেন্ট সুযোগ বুঝে তার কাছে পাঁচ হাজার টাকা ঘুষ দাবি করেন। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে সার্জেন্ট তাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে মারধর করেন। পরে তার সহকারী অনেকটা অচেতন অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। গোয়ালন্দ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ শাহেদা পারভীন জানান, আহত ট্রাকচালকের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। এছাড়া শরীরের অভ্যন্তরে কোন ভাঙ্গা বা অন্য কোন সমস্যা রয়েছে কি-না তা পরীক্ষার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে রাজবাড়ী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের (রেজি: ১৭২৭) সভাপতি মোঃ শহিদ মোল্লা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়ী পুলিশ সার্জেন্টের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ প্রসঙ্গে রাজবাড়ীর পুলিশ সুপার সালমা বেগম জানান, অভিযুক্ত ট্রাফিক সার্জেন্টকে রাজবাড়ী পুলিশ লাইনসে ক্লোজ করা হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও জানান, কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনের আলোকে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
×