ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আফ্রিদি, সানির ঘূর্ণিতে খুলনাকে উড়িয়ে দিল রংপুর

প্রকাশিত: ০৬:৩০, ১১ নভেম্বর ২০১৬

আফ্রিদি, সানির ঘূর্ণিতে খুলনাকে উড়িয়ে দিল রংপুর

স্পোর্টস রিপোর্টার ॥ মাহমুদুল্লাহ রিয়াদকে দুর্ভাগা বলা যেতেই পেরে। বিপিএলের ইতিহাসে সর্বনি¤œ ৪৪ রানে অলআউট হয়ে গেল তার নেতৃত্বাধীন দল খুলনা টাইটান্স। এর আগ পর্যন্ত যে বরিশাল বুলস সর্বনি¤œ ৫৮ রানে গুটিয়ে গিয়েছিল, সেই দলের নেতৃত্বেও ছিলেন মাহমুদুল্লাহই। এমন রান করে কি আর জেতার বিন্দুমাত্র সম্ভাবনা থাকে। রংপুর রাইডার্সতো উড়িয়েই দিল খুলনাকে। ১ উইকেট হারিয়ে ৮ ওভারে ৪৫ রান করে ৯ উইকেটে জিতে রংপুর টানা দ্বিতীয় জয় তুলে নিল। খুলনার ব্যাটসম্যানরাতো রীতিমত স্পিন বলে কেঁপেছেন। সোহাগ গাজী (১/৬) দিয়ে শুরু। এরপরতো শহীদ আফ্রিদি (৪/১২) ও আরাফাত সানি (৩/০) মিলে খুলনাকে তছনছ করে দিলেন। আফ্রিদিতো দুর্দান্ত বল করলেন। ১ উইকেট কম পেলেও আফ্রিদিকে ছাপিয়ে গেলেন সানি। ২.৪ ওভার বল করে ৩ উইকেট যে নিয়েছেন, কোন রানই দেননি! বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে সবধরনের টি২০ মিলিয়ে কোন রান না দিয়ে তিন উইকেট শিকার করার বিরল কৃতিত্ব গড়েন সানি। এর আগে ২০০৭ সালে শ্রীলঙ্কার টি২০ টুর্নামেন্টে চিলাউ মেরিয়ান্স ক্রিকেট ক্লাবের হয়ে বার্ঘার রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে শ্রীলঙ্কার হয়ে ২০০১ সালে একটি মাত্র টেস্ট খেলা দিনুক হেটিয়ারাচ্চি ৫ বলে কোন রান না দিয়ে ৩ উইকেট নিয়েছেন। সানি এবার নিলেন খুলনার বিপক্ষে। তার এমন বোলিংয়ের সঙ্গে আফ্রিদির স্পিন ঘূর্ণিতে ১০.৪ ওভারে ৪৪ রান করতেই অলআউট হয়ে যায় খুলনা। শুভাগত হোম (১২) শুধু দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন। এটি বিপিএলের সর্বনি¤œ রানে অলআউট হওয়ার ঘটনা। এর আগে গতবছর সিলেট সুপার স্টার্সের বিপক্ষে বরিশাল যে ৫৮ রানে গুটিয়ে গিয়েছিল, সেটিই এতদিন সর্বনি¤œ রানে অলআউট হওয়ার ঘটনা ছিল। এ রান তুলতে কি আর বেশি সময় লাগে। সৌম্য সরকার (১৩*) ও মোহাম্মদ মিঠুন (১৫*) মিলে ৮ ওভারেই জিতিয়ে দিলেন। দিনটিতে ছিল বিরতি। কিন্তু প্রথম তিনদিন বৃষ্টিতে খেলা হয়নি, সেই তিনদিনের ছয়টি ম্যাচ বিরতির সময়ে দেয়া হয়েছে। এরমধ্যে রংপুর-খুলনা ম্যাচটি বৃহস্পতিবার পড়েছে। তিনদিনে না হওয়া ছয় ম্যাচের মধ্যে এটিই প্রথম ম্যাচ। সেই ম্যাচটি আবার দুই দলই খেলতে নেমেছিল নিজেদের প্রথম ম্যাচে জয় সঙ্গী করে। মঙ্গলবার থেকে নতুন সূচীতে শুরু হওয়া টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই দুই দল জয় পেয়েছিল। রাজশাহী কিংসের বিপক্ষে টানটান উত্তেজনার ম্যাচে ৩ রানে জয় পেয়েছিল খুলনা। একইদিন সন্ধ্যায় শুরু হওয়া ম্যাচে চিটাগাং ভাইকিংসকে সহজেই ৯ উইকেটে হারিয়েছিল রংপুর। স্কোর ॥ খুলনা টাইটান্স ইনিংস ৪৪/১০; ১০.৪ ওভার (মজিদ ৬, নিকোলাস ০, ওয়েসেলস ৬, মাহমুদুল্লাহ ২, কাপালী ০, শুভাগত ১২, আরিফুল ৭, আলম ৮, জুনায়েদ ০, আসগার ০, শফিউল ০*; আফ্রিদি ৪/১২, সানি ৩/০)। রংপুর রাইডার্স ইনিংস ৪৫/১; ৮ ওভার (শাহজাদ ১৩, সৌম্য ১৩*, মিঠুন ১৫*)। ফল ॥ রংপুর রাইডার্স ৯ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ শহিদ আফ্রিদি।
×