ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আয়কর মেলার সময় বাড়ছে না

প্রকাশিত: ০৬:১৯, ৭ নভেম্বর ২০১৬

আয়কর মেলার সময় বাড়ছে না

স্টাফ রিপোর্টার ॥ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চলমান সপ্তাহব্যাপী আয়কর মেলার শেষ দিন আজ। সপ্তমবারের মতো আয়োজিত আয়কর মেলার সময় বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মেলার ষষ্ঠ দিনেও বৈরী আবহাওয়াকে হার মানিয়েছেন করদাতারা। লাইন ধরে ই-টিআইএন গ্রহণ করতে দেখা গেছে অনেককে। তবে বড় অংশটিই দাখিল করেছেন রিটার্ন। এবারের মেলায় পূর্ববর্তী বছরের তুলনায় বেড়েছে সেবা গ্রহণকারী, ই-টিআইএন গ্রহণকারী ও রিটার্ন দাখিলকারী। ৬ষ্ঠ দিন শেষে আয়কর সংগ্রহ হয়েছে ৩১০ কোটি ৫৯ লক্ষ ৬৩ হাজার ৯০৬ টাকা। মেলায় সারাদেশে মোট ১ হাজার ৭২৭ কোটি ৭২ লাখ ৭ হাজার ৪৫৭ টাকার আয়কর সংগ্রহ হয়েছে। এছাড়া ৬ষ্ঠ দিন পর্যন্ত সারাদেশে ৭ লাখ ৭৭ হাজার ১৯৪ জন সেবা গ্রহণ ও ১ লাখ ৪৯ হাজার ৯৯৪ জন আয় রিটার্ন দাখিল করেছেন। রবিবার মেলায় তরুণ-তরুণীরা এক ব্যতিক্রমী প্রচারণায় অংশ নেন। এ সময় তারা মাইকে গান, ছড়া আবৃত্তি করে করদাতাদের কর প্রদানে উৎসাহ ও কর ফাঁকি রোধের আহ্বান জানান। এ সময় মাইক থেকে ভেসে আসছিল- ‘শোনেন শোনেন ভাই-বোন, শোনেন দিয়া মন, কর দিয়ে করেন দেশ ও দেশের উন্নয়ন।’ এদিকে কোন কোন করদাতা সময় বাড়ানোর তাগিদ দিলেও এনবিআর বলছে সময় বাড়ানো হচ্ছে না। এমন একজন করদাতা ডাঃ পারভীন ইয়াসমীন। তিনি বলেন, মেলা খুব গোছানো। তাই এখানে মানুষ আসছেন প্রচুর। মেলায় এসে বিশেষ সুবিধায় অল্প সময়ে কর পরিশোধ করা যায়। পাওয়া যায় আরও অনেক তথ্য। কিন্তু সাত দিন সেজন্য খুব কম সময়। তাই আমরা চাই মেলার সময় বাড়ানো হোক। ব্যবসায়ী আজিজ বলেন, আয়কর মেলার মাত্র একদিন আছে। কিন্তু যে ভিড় দেখা যাচ্ছে তাতে সব করদাতা তাদের কাজ সম্পন্ন করতে পারবেন না। তাই মেলার সময় বাড়ানো উচিত। অন্যবারের মতো এবারও মেলার সময় বাড়ালে আমরা উপকৃত হব। এনবিআর সূত্রে জানা গেছে, গতবারের আয়কর মেলায় নতুন ই-টিআইএনধারীর সংখ্যা ছিল ১১ হাজার ১০৭ জন। এবারের আয়কর মেলার প্রথম ছয় দিনে নতুন ই-টিআইনধারী হয়েছে ৩১ হাজার ৭৮১ জন। চলতি বছরে গত বছরের তুলনায় ই-টিআইএনধারী বেড়েছে ১৬ হাজার ১১৫ জন বা ১৪৫ শতাংশ। পাশাপাশি রিটার্ন দাখিলকৃতদের সংখ্যা বেড়েছে ২৩ হাজার ২৫ জন। গত ছয় দিনে আয়কর মেলায় রিটার্ন দাখিল করেছেন এক লাখ ৪৯ হাজার ৯৪৯ জন, যা গত বছর ছিল ১ লাখ ২২ হাজার ৮৫৫ জন। সে হিসাবে রিটার্ন দাখিলকৃতদের হার বেড়েছে ২২ দশমিক ০৯ শতাংশ। এদিকে, মেলার ৬ষ্ঠতম দিনে সারাদেশে আয়কর সংগ্রহ হয়েছে ৩১০ কোটি ৬৩ লাখ তিন হাজার ৯০৬ টাকা। রবিবারে এসে আয়কর সংগ্রহের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৭২৭ কোটি ৭২ লাখ ৭ হাজার ৪৫৭ টাকা। এদিন সেবা গ্রহণ করেছেন এক লাখ ৩৯ হাজার ১৭৮ জন, রিটার্ন দাখিল হয়েছে ২৮ হাজার ৮৬৩ ও নতুন ই-টিআইএন খোলা হয়েছে চার হাজার ৫৫৯টি।
×