ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

শিল্পকলার আয়োজনে দু’দিনের লালনমেলা ১০ নবেম্বর শুরু

প্রকাশিত: ০৫:৪৭, ৭ নভেম্বর ২০১৬

শিল্পকলার আয়োজনে দু’দিনের লালনমেলা ১০ নবেম্বর শুরু

স্টাফ রিপোর্টার ॥ বাংলার বাউল এখন বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। দেশের ঐতিহ্যময় এই সাংস্কৃতিক ধারা ও দর্শন চিন্তার বিকাশ ঘটাতে নানা কর্মসূচী নিয়েছে সরকার। সেই ধারাবাহিকতায় ১০ নবেম্বর থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন সাঁইজির আখড়ায় শুরু হচ্ছে দুই দিনের লালন মেলা। এ উৎসবের মাধ্যমে ফকির লালনের সৃষ্টিকর্ম ও দর্শনকে ছড়িয়ে দেয়ার পাশাপাশি জাগিয়ে তোলা হবে লুপ্তপ্রায় সাংস্কৃতিক বোধকে। মেলা উদ্বোধন করবেন লালন অনুরাগী ১০ প্রবীণ বাউলসাধক। সারা দেশের বাউলদের সাধুসঙ্গ ও গানের পরিবেশনার সঙ্গে থাকবে সেমিনারসহ নানা আয়োজন। গড়াই নদীতে নৌকায় চেপে বের করা হবে শোভাযাত্রা। কুষ্টিয়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মেলা আয়োজনে সহযোগিতা করবে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি ও কুষ্টিয়ার লালন একাডেমি। রবিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লালন মেলা সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরীসহ একাডেমির কর্মকর্তাবৃন্দ। লিয়াকত আলী লাকী বলেন, এ কর্মসূচীর উদ্দেশ্য শুধু উৎসব বা মেলা আয়োজন নয়। লালন অনুসারীদের আকাক্সক্ষা অনুযায়ী লালন একাডেমিকে নান্দনিক করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে শিল্পকলা একাডেমি। সাঁইজির একাডেমি যেন বাউলসাধকদের মনের মতো হয়Ñ এই বিবেচনা প্রাধান্য পাবে। আন্তর্জাতিক মানের একটি লালন ইনস্টিটিউট নির্মাণের পদক্ষেপ নেয়া হবে যেখানে দেশী-বিদেশী ছাত্রছাত্রীরা ১ বছরের ডিপ্লোমা কোর্স করতে পারবে। বাউলসঙ্গীত চর্চার পাশাপাশি লালন একাডেমি প্রাঙ্গণে নিয়মিত সাধুসঙ্গের বিষয়টিতেও গুরুত্ব দেয়া হচ্ছে। উৎসবে লালনের দর্শন ও সঙ্গীতের সংগ্রহ, সংরক্ষণ ও প্রসার বিষয়ক সেমিনার মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। এখন থেকে প্রতিবছর অনুষ্ঠিত হবে এ উৎসব। বাউল সঙ্গীত পরিবেশন ও সংগ্রহ হবে এ কর্মসূচীর অন্যতম কাজ। উৎসবে দেশের প্রতি জেলা থেকে প্রতিশ্রুতিশীল ৬৪ জন লালনসঙ্গীত শিল্পী, ৪০ জন বাউল ও জনপ্রিয় লালনসঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। ১০ নবেম্বর বিকেল ৪টায় লালনের অনুসারী ১০ জন প্রবীণ সাধন মেলা উদ্বোধন করবেন। ‘লালন সাঁই : মরমি মৃত্তিকার ফসল’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবে লালন গবেষক আবুল আহসান চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন লিয়াকত আলী লাকী। বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে বাউল শিল্পীদের পরিবেশনায় লালন সঙ্গীতের আসর। ১১ নবেম্বর মেলার দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হবে সকাল ৭টায়। শব্দ প্রকৌশল বিষয়ক কর্মশালা ॥ কানাডা টরেন্টো ফিল্ম স্কুল থেকে সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ে (শব্দ প্রকৌশল) স্নাতক ডিগ্রীধারী তানভীর আলম সজীবের পরিচালনায় শুরু হলো শব্দ প্রকৌশল বিষয়ক কর্মশালা। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে শনিবার দুপুরে এ কর্মশালার উদ্বোধন হয়। কর্মশালা সমন্বয়কারী হিসেবে আছেন একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সেট ডিজাইনার পূর্ণলাক্ষ চাকমা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো ১২ দিনব্যাপী এ সাউন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। এই কর্মশালায় জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, যশোর, ঝিনাইদাহ, কুষ্টিয়া, ভোলা, পটুয়াখালী, বগুড়া, গোপালগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, শেরপুর, নীলফামারী, কিশোরগঞ্জ, দিনাজপুর, নোয়াখালী, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও সুনামগঞ্জ এবং একাডেমির ঢাকায় কর্মরত কনজারভেটিং অফিসার (সাউন্ড), সাউন্ড টেকনিশিয়ান, সাউন্ড অপারেটর, সাউন্ড সহকারীসহ প্রায় ৪৫ জন সাউন্ড সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভ রুমে প্রশিক্ষণ দেয়া হবে। ১৭ নবেম্বর এ কর্মশালা শেষ হবে।
×