ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিম্নচাপের প্রভাব

রাজধানীসহ কয়েক জেলায় ভারি বৃষ্টি

প্রকাশিত: ০৫:৫৫, ৪ নভেম্বর ২০১৬

রাজধানীসহ কয়েক জেলায় ভারি বৃষ্টি

স্টাফ রিপোর্টার ॥ নিম্নচাপের প্রভাবে রাজধানীসহ দেশের বেশ কয়েকটি জেলায় বৃহস্পতিবার বৃষ্টিপাত হয়েছে। দিনভর রোদ ও গরম শেষে সন্ধ্যায় বৃষ্টির কথা ভাবতেই পারেনি রাজধানীবাসী। তাই সন্ধ্যার ভারি বর্ষণে দুর্ভোগে পড়ে তারা। রাজধানীর রাস্তাঘাট ও অলিগলি হয়ে ওঠে কর্দমাক্ত। নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। সমুদ্রবন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১১৩০কি. মি. দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১০১০কি.মি. দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ১০৫৫ কি. মি. দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১০৩৫ কি. মি. দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কি. মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কি.মি. যা দমকা অথবা ঝড়োহাওয়ার আকারে ৫০ কি. মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। আবহাওয়া অধিদফতর জানায়, নবেম্বর মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দু’টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ মাসে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। আর ডিসেম্বরে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। ওই মাসে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। ডিসেম্বরের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দু’টি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ওই মাসে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হাল্কা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তিন নম্বর সতর্ক সঙ্কেত ॥ চট্টগ্রাম অফিস জানায়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে আবারও গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার বিকেল ৩টা নাগাদ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। চট্টগ্রামসহ দেশের সকল সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া দফতর সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নিম্নচাপটি চট্টগ্রাম বন্দর থেকে ১১৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে ১০৭০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ১০৫৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১০৩৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ৪০ কিলোমিটার, যা দমকা ও ঝড়ো হাওয়ায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সমুদ্র বন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সঙ্কেত নামিয়ে ৩ নম্বর সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
×