ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুই পুত্র হত্যাকারী পিতা গ্রেফতার

প্রকাশিত: ০৫:৫৬, ২৭ অক্টোবর ২০১৬

দুই পুত্র হত্যাকারী পিতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ওসমানীনগর উপজেলার চিন্তামনি গ্রামের দুই পুত্র হত্যাকারী পিতা ছাতির আলীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে ঘটনাস্থলের পার্শ্ববর্তী মন্তাজ উল্যার বাড়ি থেকে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। গত সোমবার দুপুরে শিশুদের পিতা ছাতির আলী তার দুই পুত্র মোমিন ও রুজেলকে নিয়ে মাছ ধরার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা পর্যন্ত ছেলেদের নিয়ে বাড়িতে না ফেরায় ছাতির আলীর স্ত্রী নুরবি বেগম ছেলেদের খোঁজে বাড়ি থেকে বের হন। গ্রামের পার্শ¦বর্তী ডোবায় লাশ দেখতে পান। বিইউপিতে ক্যারিয়ার এ্যান্ড এডুকেশন ফেস্ট বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ক্যারিয়ার ক্লাব এবং চাকরি ডটকমের সম্মিলিত উদ্যোগে আয়োজিত ‘বিইউপি ক্যারিয়ার এ্যান্ড এডুকেশন ফেস্ট ২০১৬’ সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। ১৮টিরও বেশি বাংলাদেশী এবং বহুজাতিক কোম্পানি এ ফেয়ারে অংশগ্রহণ করে। ‘ক্যারিয়ার’-শিক্ষার্থীদের মাঝে একটি অনিশ্চয়তা আর ভীতির নাম। সেই ক্ষেত্রটির সমাধান আর চাকরিদাতা এবং চাকরিপ্রার্থীদের মধ্যে সেতুবন্ধন হওয়ার প্রয়াস নিয়ে বিইউপি ক্যারিয়ার ক্লাবের এই প্রয়াস। বিইউপি প্লাজায় ‘ফেয়ার’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল সালাহ্ উদ্দিন মিয়াজী আরসিডিএস, পিএসসি উপস্থিত থেকে ফেয়ারের উদ্বোধন করেন। -বিজ্ঞপ্তি ইস্ট ওয়েস্ট ভার্সিটি মুটকোর্ট দলের সাফল্য আন্তর্জাতিক মানবাধিকার আইন বিষয়ক মুটকোর্ট প্রতিযোগিতায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় মুটকোর্ট দল শ্রেষ্ঠ গবেষণাকারী দলের পুরস্কার অর্জন করেছে। গত ২০-২২ অক্টোবর ‘কানাডিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশ’ এবং আইন বিষয়ক আন্তর্জাতিক সংগঠন ‘এশিয়ান-সিল’ যৌথভাবে ‘ন্যাশনাল হেনরী ডুন্যান্ট মেমোরিয়াল মুটকোর্ট কম্পিটিশন ২০১৬’ শীর্ষক এই প্রতিযোগিতার আয়োজন করে। দেশের ২৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেন। প্রতিযোগিতায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের হয়ে মুটকোর্টে অংশ নেয়- পিজুয়ার হোসেন, জান্নাতুল শরীয়াত দিশা এবং তাইয়াবা তাসনীম। দলের কোচ ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ সুপ্রীমকোর্টের আপীল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ। -বিজ্ঞপ্তি নর্দার্ন ইউনির্ভাসিটি যুদ্ধাপরাধ বিচারের আইন বিষয়ক শিরোনামে কানাডিয়ান ইউনিভার্সিটি ও এশিয়ানসিলের বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ আয়োজনে ‘জাতীয় হেনরি ডুন্যাল্ট মেমোরিয়াল মুটকোর্ট-২০১৬ প্রতিযোগিতায় নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতায় নর্দার্ন ইউনির্ভাসিটি বাংলাদেশ টিম ‘বেস্ট মেমোরিয়াল’ বা শ্রেষ্ঠ গবেষণাকারী দল এর পুরস্কার অর্জন করেন। নর্দার্ন ইউনির্ভাসিটি বাংলাদেশ টিমের প্রতিনিধিত্ব করে সায়েম খান, মৌসুমী আক্তার ও মোস্তাফিজুর রহমান। টিমের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন নর্দার্ন ইউনির্ভাসিটি বাংলাদেশের আইন বিভাগের শিক্ষক তাজুল ইসলাম সোহাগ। উল্লেখ্য, ২০১৫ সালেও নর্দার্ন ইউনির্ভাসিটি বাংলাদেশ টিম ‘বেস্ট মেমোরিয়াল’ বা শ্রেষ্ঠ গবেষণাকারী দল এর পুরস্কারটি অর্জন করেন। -বিজ্ঞপ্তি ছাগল পালনে প্রশিক্ষণ নিজস্ব সংবাদদাতা, দুর্র্গাপুর, নেত্রকোনা, ২৬ অক্টোবর ॥ দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা ইন্টিগ্রেটেড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট সোসাইটি (আইইডিএস) এর আয়োজনে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক অডিটরিয়ামে বিনামূল্যে ছাগল বিতরণের লক্ষ্যে ৪৩ আদিবাসী দুঃস্থ মহিলা সদস্যকে নিয়ে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয় বুধবার। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহায়তায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে আইইডিএসের চেয়ারম্যান মতিলাল হাজংয়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ। ৩০ নারীকে সেলাই মেশিন প্রদান নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৬ অক্টোবর ॥ আত্মকর্মস্থান সৃষ্টির লক্ষ্যে মাদারীপুরে ৩০ জন নারীকে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার সকালে জেলা পরিষদ কার্যালয়ে সেলাই মেশিন প্রদান করেন প্রশাসক মোঃ মিয়াজ উদ্দিন খান। মাদারীপুরের ৩০ জন নারীকে ৩ মাস প্রশিক্ষণ শেষে তাদের এ সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি প্রশিক্ষণের সার্টিফিকেটও প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ জাহাঙ্গীর আলম, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবু বরক সিদ্দিক, প্রধান সহকারী ইয়াসমিন আক্তার প্রমুখ।
×